সুদীপ গুহ: অল্প বয়সীদের মধ্যে বাড়ছে অন্ত্রের ক্যান্সারের আশঙ্কা। যার জন্য দায়ী করা হয়েছে এক বিশেষ ধরনের পানীয় কে ।
অতিসম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে যে, ৫০ বছরের নীচে মানুষের শরীরে বেশি দানা বাঁধছে অন্ত্রের ক্যান্সার। সমীক্ষাতে এ ও জানানো হয়েছে, এর পেছনে রয়েছে বেশকিছু পরিচিত পানীয় এর প্রভাব । এর মধ্যে রয়েছে অতিরিক্ত চিনিযুক্ত ঠান্ডা পানীয়, প্যাকেট বন্দি ফলের রস, ঠান্ডা পানীয় ।
হালের সমীক্ষায় জানানো হয়েছে, যারা বয়সন্ধিকালে অতিরিক্ত মাত্রায় এই ধরনের পানীয় ব্যবহার করেন তাদের মধ্যে ৩২ শতাংশ মানুষের অন্ত্রের ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তবে ৩০ বছরে পৌঁছানোর আগেই যদি কোন ব্যক্তি এই জাতীয় পানীয় পরিত্যাগ করেন তাহলে তার ১৭ থেকে ৩৬ শতাংশ অন্ত্রের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় । অল্প বয়সীদের কাছ থেকে এই জাতীয় পানীয় গুলি কম ব্যবহারের পরামর্শ দিয়েছে এই সংস্থাটি। না হলে ভবিষ্যতে অন্ত্রের ক্যান্সার মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে সংস্থাটির তরফে।