১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন

Indias-Sajan-is-not-in-the-semis-after-finishing-second-in-the-100m-butterfly

শ্রমণ দে : টোকিও অলিম্পিকের সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে দ্বিতীয় হলেন সজন প্রকাশ। একই সঙ্গে ভারতের হয়ে এক নতুন ইতিহাসও রচনা করলেন এই পুরুষ সাঁতারু। মুগ্ধ করলেন দেশের ক্রীড়াপ্রেমীদের। অন্যদিকে এত কাছে এসেও টোকিও গেমসের ওই সাঁতার ইভেন্টের সেমিফাইনালে সজনের না পৌঁছতে পারার আক্ষেপ থেকেই যাচ্ছে।

অভিষেক ম্যাচে বাইশ গজে আজব নজির গড়লেন দেবদূত পাড্ডিকাল

২৭ বছরের ভারতীয় সাঁতারু বৃহস্পতিবার ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে জলে নেমেছিলেন। এই মোকাবিলায় দ্বিতীয় স্থান দখল করেন সজন। প্রতিযোগিতা শেষ করতে তিনি ৫৩.৪৫ সেকেন্ড সময় নেন। ৫৩.৩৯ সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে ওই হিটে প্রথম হন ঘানার আবেকু জ্যাকসন। তবে ইভেন্টের সেমিফাইনালে উঠতে পারেননি ভারতীয় সাঁতারু।

সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সজন প্রকাশের নিজের সেরা ৫৩.২৭ সেকেন্ড। এদিন সেই সময় ছুঁতে পারেননি দুই অলিম্পিকে অংশ নেওয়া দেশের একমাত্র সাঁতারু। টোকিও অলিম্পিকের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের মোট আটটি হিট মিলিয়ে সময়ের নিরিখে ৫৫ জন সাঁতারুর মধ্যে ৪৬তম স্থানে পেয়েছেন ভারতীয় সাঁতারু।

বিশ্বরেকর্ডের পর এবার অলিম্পিক রেকর্ড ম্যাককিউয়েনের

সেমিফাইনালে মোট ১৬ জন সাঁতারুর ওঠার কথা। তার প্রেক্ষিতে ইভেন্টের হিট থেকেই বিদায় নিয়েছেন সজন। প্রথম স্থান অধিকার করেছেন আমেরিকার সেলেব ড্রেসেল। ৫০.৩৯ সেকেন্ডে তিনি প্রতিযোগিতা শেষ করেছেন।

Indias-Sajan-is-not-in-the-semis-after-finishing-second-in-the-100m-butterfly


Post a Comment

Previous Post Next Post