ফের মহাকাশে ভারতীয় কন্যা, অপেক্ষা মাত্র ৭২ ঘন্টার

 


রিয়া গিরি : মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতকন্যা শিরিষা আর মাত্র ৭২ ঘন্টা, তারপরেই বছর ৩১ এর শিরিষা দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিতে চলেছেন তিনি তেলেগু বংশোদ্ভূত তিনি প্রথম মহিলা, যিনি মহাকাশচারী হিসেবে নিজেকে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন জন্ম ভারতে হলেও তিনি আমেরিকার প্রবাসীশিরিষা এই মুহূর্তে ভার্জিন গ্যালাকক্টিকের গভমেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিসার্চ অপারেশনের ভাইস প্রেসিডেন্ট

জন ক্রু সদস্যদের সঙ্গে তিনিও মহাকাশে পাড়ি দিতেচলেছেন এই মিশনে তার কাজ হবে গবেষণা সংক্রান্ত বিষয় গুলির উপর নজর রাখা যা ব্যবহৃত হবে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একটি পরীক্ষাগারে মহিলা হিসেবে দ্বিতীয় হলেও ভারতীয় হিসেবে শিরিষা চতুর্থ মহাকাশচারীসুনিতা উইলিয়ামস  ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে জন্মাননি

      ১৯৮৭ সালে অন্ধপ্রদেশের গুন্টুর জেলা জন্মে ছিলেন তিনি জন্মের পরেই আমেরিকার হিউস্টনে চলে গিয়েছিলেন সিরিষা তিনি টুইট করেছেন "ইউনিটি ২২"এর অংশ হতে পেরে গর্বিত ডক্টর কান্নেগানতি রামারাও এর কথায়"আমি গর্বিত" তিনি সম্পর্কে তরুনীর কাকা বাবা ছিলেন একজন কৃষি বিজ্ঞানী মেয়ের এই সাফল্যের জন্য তিনিও খুব গর্বিত

Post a Comment

Previous Post Next Post