রিয়া গিরি : ভারতের মহাকাশ অভিযান আরো এক ধাপে এগোল, সফল হল 'মিশন গগনযান'। তামিলনাড়ুর মহেন্দ্রগিরির ২৩ তম পরীক্ষায় টানা ২৪০ সেকেন্ড অর্থাৎ ৪ মিনিট ধরে একটি ইঞ্জিন পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 'বিকাশ'ইঞ্জিন তৃতীয়বারের পরীক্ষাতেও সাফল্যের মুখ দেখালে ভারতকে।
মহাকাশ অভিযানের কথা টুইট করে মহাকাশ বাণিজ্যের অন্যতম কর্ণধার স্পেস এলেন মাস্ক। তিনি ভারতের ইসরো কে অভিনন্দন জানিয়েছেন।মহাকাশ অভিযানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নিজে ও। এর আগে ইসরো চন্দ্রযান ২ উৎক্ষেপণ করেছিল, তবে জানটি চাঁদের মাটিতে অবতরণের আগেই ভেঙে পড়ে, ফলের সেযাত্রা ব্যর্থ হয়েছিল। ভারতীয় বিজ্ঞানীদের মেধার প্রতি ভরসা রেখেছিলেন মোদি, তা সফল হয়েছে এইবার।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই অভিযানের দায়িত্ব দেওয়া হয় দেশের মহাকাশ গবেষণার সবচেয়ে এগিয়ে থাকা প্রতিষ্ঠান ইসরোকে।
ইতিমধ্যেই দেশের চারজন নভোচর 'মিশন গগনযান' প্রকল্পে অংশ নিয়ে মহাশূন্যে ভেসে যাওয়ার জন্য রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন। ইসরো তরফ থেকে এই ইঞ্জিন (লিকুইড প্রপেলেন্ট সমৃদ্ধ ইঞ্জিন। যার সাহায্যেই পাড়ি দেওয়া যায় মহাকাশে। ইঞ্জিনের পারফরম্যান্স হবে সন্তোষজনক বলে জানাচ্ছেন ইসরো বিজ্ঞানীরা। বলা হচ্ছে, পরীক্ষা চলাকালীন যা প্রত্যাশা ছিল লিকুইড ইঞ্জিনটি তার প্রতিটি পরিক্ষায় পাশ করে গিয়েছে। আর এর দক্ষতা একটু বৃদ্ধি করার লক্ষ্যে এগোচ্ছে বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কে কৃতিত্ব দিয়েছেন স্পেস এক্স এর কর্ণধার এলেন মাস্ক। ভারতের মতো দেশ স্রেফ মেধার ওপর ভর করে এত বড় এক
সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া যে সাহস দেখেছে তাতে তিনি অভিভূত হয়েছে। এই অভিযানের সাফল্য কামনা করছেন তিনি।