রিয়া গিরি : ফোন হাত থেকে পড়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেলে, খরচ করতে হয় একটা মোটা অংকের টাকা। হয়তো নতুন ফোন কিনতে হবে, নয়তো টাকা খরচ করে ফোনের স্ক্রিন বদল করতে হবে। কিন্তু রাজ্যের তিন বিজ্ঞানী(ভান ভূষণ খাটুয়া, সি মালা রেডি ও নির্মাল্য ঘোষ) মিলে দীর্ঘ গবেষণার পর এক জৈব পদার্থ আবিষ্কার করেছেন। যা দিয়েই ভেঙে যাওয়া মোবাইলের স্ক্রিন জুড়ে যাবে নিজে থেকেই।
খড়গপুর আইআইটি এবং কলকাতা আই আইএসই আর (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ) এর তিন জন বিজ্ঞানী মিলে দীর্ঘ গবেষণার পর এক জৈব পদার্থ আবিষ্কার করেন।
যা দিয়ে মোবাইলের স্ক্রিন আগের অবস্থায় ফিরে পাবে ১
সেকেন্ডেরও কম সময়ে। এই আবিষ্কার শুধুমাত্র মোবাইল ফোনের ক্ষেত্রে নয়, বিভিন্ন বৈদ্যুতিন গেজেট , মহাকাশযান , রোবট ও প্রযুক্তির নানা ইলেক্ট্রিক্যাল ইন্সট্রুমেন্টের ক্ষেত্রেও কার্যকারী হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানান,নিজে থেকে জুড়ে যাবে এমন জৈব পদার্থ এর আগে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, কিন্তু সেগুলি সব থকথকে নরম পদার্থ। এই তিন বিজ্ঞানী যেটি আবিষ্কার করেছেন তা আগের পদার্থ থেকে ১০ গুণ বেশি কঠিন। তবে এর কাজের জন্য দরকার বৈদ্যুতিন চার্জ। আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই অতি স্ফটিক কঠিন পদার্থটি নিজে থেকেই ফাটল বা ক্ষত মেরামত করে দেবে।
২০১৯ সাল থেকে এ নিয়ে গবেষণা করে একটা অর্গানিক মলিকিউল বানাতে সক্ষম
হয়েছেন তারা।যা ব্যবহার করে শুধু মোবাইল ফোন বা এলইডি টিভির প্রযুক্তি নয়,মহাকাশ বিজ্ঞান থেকে অটমেশন প্রযুক্তির ক্ষেত্রে ও নানা সুবিধা পেয়ে যেতে পারেন সকলে। এই সুফল সাধারণ মানুষেরা কবে পাবেন, তা ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বলে জানান অধ্যাপক খাটুয়া।