ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীর

In-Bangaon-a-fourth-class-employee-of-the-hospital-died-after-being-hit-by-a-truck-wheel


সার্বভৌম সমাচার : বনগাঁ হাসপাতালে নিজের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বনগাঁ মহাকুমা হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর  কর্মচারীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ যশোর রোডের উপর। মৃত ব্যক্তির নাম সুব্রত ঘোষ, বয়স ৫৭ বছর তার বাড়ি বনগাঁর সুভাষ পল্লী এলাকায়

টানা বৃষ্টিতে তোলপাড় গোটা রাজ্য! বিপর্যয়ে মৃত্যু ১০ জনের

জানা গিয়েছে, বনগাঁর বাটার মোড়ের সাইকেলে করে বাড়ি ফেরার সময় পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে সুব্রত ঘোষ নামে ওই ব্যক্তিকে। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি এবং শরীরের উপর দিয়েই ট্রাকের চাকা চলে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে

ভারতে চালু হলো এক রেশন কার্ড নীতি

বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ বাটামোড় এলাকায় এহেন কাণ্ডে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বক্ষণ যেখানে ডিউটি ব্যবস্থা রাখা হয়েছে সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ঘটনার পর পুলিশ এসে দুর্ঘটনাস্থলে জল দিয়ে পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল পুলিশ তার তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।





Post a Comment

Previous Post Next Post