ভ্যাকসিনেট না হলে কোনভাবেই ঢোকা যাবে না পুজো মণ্ডপে! নতুন গাইডলাইন ফোরামের



ঈশিতা সাহা: হাতে মাত্র কয়েকটা দিন তারপরই মায়ের আগমন করোনা আবহে কোনোবারই থেমে থাকেনি বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবারও পুজো নিয়ে চর্চা শুরু আজ বৈঠকের মধ্য দিয়ে প্রাথমিক গাইডলাইন জানিয়ে দিল ফোরাম পূজা কমিটির সকল সদস্যদের ভ্যাকসিনের দুটি ডোজ নিতেই হবে পাশাপাশি দূরত্ব বজায় রেখে প্রবেশ এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রথম ডোজ না নেওয়া থাকলে কোনভাবেই মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না গত বছরের মতো বছরও মাক্স বাধ্যতামূলক বলে জানিয়েছে ফোরাম

মণ্ডপে আয়োজনের সাথে জড়িত সকলেরই ভ্যাকসিন এর দায়িত্ব নিতে হবে পুজো কমিটি সদস্যদের ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, গত বছরের মতো বছরও মায়ের পুজো হবে মাক্স অবশ্যই পড়তে হবে, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জার সাথে জড়িত সকলকে ভ্যাকসিনেট করা হবে এছাড়া পুষ্পাঞ্জলী, আরতী, সন্ধিপুজো নিয়ে গাইডলাইন থাকবে এরপরে সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আয়োজিত হবে মায়ের পুজো 

Post a Comment

Previous Post Next Post