মতুয়া সম্প্রদায়ের
নেতা হিসেবে পরিচিত সংসদ শান্তনু ঠাকুর। ১৯ এর লোকসভা ভোটে বিজেপির টিকিট পেয়ে সংসদ
হয়েছিলেন তিনি এবং মতুয়া সম্প্রদায় থেকে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটও পেয়েছিল
বিজেপি। মূলত মতুয়াদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা দূর করার চেষ্টা করানোর জন্যেই
এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় বিজেপি। বিজেপি সুত্র খবর, শান্তনু ঠাকুরকে কেন্ত্রীয়
মন্ত্রী করা হতে পারে। তবে পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী করা হবে সে ব্যাপারে নিশ্চিত
এখনো কিছু জানা যায়নি।
শান্তনু
ঠাকুর মন্ত্রী হবার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে প্রাক্তন সংসদ মমতা বালা
ঠাকুর বলেন, “মানুষের
মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল
সেটা শান্তনু ঠাকুর মেটাতে পারেনি, তিনি যদি সংসদের চেয়ারে বসে কাজ না করতে পারে
তবে কেন্ত্রীয় মন্ত্রী হয়ে কি করবেন। ব্যাক্তিগত ভাবে হয়তো লাভ হবে শান্তনুর, তবে মতুয়াদের
কোনো লাভ হবে বলে মনে হয়না”।