রিয়া গিরি : মাথার উপর সূর্য চোখ যতদূর যায় চারপাশেই মরুভূমি পাহাড়, তার মাঝেই বরফের ঠান্ডা জল ভর্তি ছোট্ট বাথটব। ঘটনাটি অবিশ্বাস্য হলেও এমনটাই শুরু হয়েছে দুবাইতে। সম্ভবত রোগ প্রতিরোধের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন দুবাইবাসী।
গরম অস্বস্তিকর আবহাওয়া আর শীতল আবহাওয়ার মানুষদের রোগ প্রতিরোধ
ক্ষমতা অনেকটাই আলাদা। বিশেষজ্ঞদের মতে, শীতলতম স্থানে বসবাস করেন যারা তাদের রোগ প্রতিরোধ
ক্ষমতা নাকি অনেকটাই বেশি। ঠিক এমনটাই জানিয়েছেন বেনয়াট ডেমুলেমিস্টার। তার জন্ম সুইজারল্যান্ডে
হলেও বর্তমানে তিনি আস্তানা বানিয়েছেন দুবাইতে। মহামারীর কবলে যখন গোটা পৃথিবী জর্জরিত
তখন তিনি দিয়ে বসলেন রোগ প্রতিরোধের টিপস।
কিভাবে শরীরকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মানিয়ে নিতে হয়,
কিভাবে শ্বাস প্রশ্বাস নিলে তাপমাত্রা স্থির থাকে সমস্ত ব্যাপারে তিনি বিস্তারিত জানিয়েছেন।
প্রথমদিকে, পুরো ব্যাপারটাই কিছুটা পাগলামো মনে হলেও, পরে সবাই উপভোগ করতে শুরু করলে
তাঁর এই টিপসগুলো।কিভাবে নিঃশ্বাস-প্রশ্বাস নিলে কষ্টকর পরিস্থিতি এড়ানো যাবে সমস্ত
কিছু তিনি জানিয়ে দিয়েছেন।
তার মতে তিনি কোনো আধুনিক পদ্ধতি নয় প্রাচীন তিব্বতীরা যে পদ্ধতিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেন, তা তিনি নিজের পরামর্শ আকারে বলেছেন। বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে তিনি নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি রপ্ত করেছেন, আর তা দিয়েই শুরু করেছেন দুবাইয়ে ব্যবসা।শুধু দুবাইয়ের বাসিন্দারা নয়, আমেরিকা থেকে ছুটে আসছেন পর্যটকেরা ভিড় জমাচ্ছেন।প্রখর রোদেগরমে মরুভূমির মাঝে ঠান্ডা বরফের জলে ডুব দিতে।