আইসিএসসি ও আইএসসির ফলপ্রকাশ, পাশের হার যথাক্রমে ৯৯.৯৮ শতাংশ ও ৯৯.৭৬ শতাংশ

ICSC-and-ISC-results-pass-rate-99.96-percent-and-99.6-percent-respectively

অম্লিতা দাস : প্রকাশিত হল আইসিএসসি আইএসসির ফলাফল আইসিএসসিতে পাশের হার ৯৯.৯৮ শতাংশ আইএসসিতে পাশের হার ৯৯.৭৬% যৌথ ভাবে ফলপ্রকাশ হল দশম দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফলাফল নিয়ে সিআইএসসিই (কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন) এর তরফ থেকে কোনোরকম প্রেস কনফারেন্স হয়নি আগেই জানা যায় কোনো মেধা তালিকা প্রকাশিত হবেনা এই বছর

Home ব্রেকিং বাঁকুড়ার শিশু পাচার কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি

চলতি বছরেই বাতিল বোর্ডের দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শনিবার দুপুর টের সময় মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত ফলাফল প্রকাশ হল পড়ুয়াদের দশম শ্রেণির পড়ুয়াদের নবম শ্রেণিতে পরীক্ষার মূল্যায়ন দ্বাদশের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফলাফলের হাত ধরে মূল্যায়নের কথা জানানো হয় দ্বাদশ শ্রেণীর মত ছাত্রের সংখ্যা ছিল ৫০,৪৫৯ ছাত্রীর সংখ্যা ছিল ৪৩,৫৫২ ছাত্রের মধ্যে পাশের হার ৯৯.৬৬% ছাত্রীদের মধ্যে পাশের হার ৯৯.৮৬% একইভাবে দশম শ্রেণীর মত ছাত্রের সংখ্যা ছিল ১লক্ষ ১৮ হাজার ৮৪৬ জন ছাত্রীর সংখ্যা ছিল ১লক্ষ ৬৫৩জন এদের মধ্যে পাশের হার ৯৯.৯৮%

বাপের বাড়ি না যেতে পেরে, সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী গৃহবধূ

ফলাফল জানতে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে 'ICSE'  লিখলে চলে আসবে আইসিএসসির ফলাফল   ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে 'ICS'  লিখলে চলে আসবে আইএসসির রেজাল্ট এছাড়াও, cisce.org, result.cisce.org  এই ওয়েবসাইটে মাধ্যমে পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবে


https://www.sarbabhaumasamachar.in/2021/07/Unable-to-go-to-her-fathers-house-the-housewife-committed-suicide-by-hanging-on-the-ceiling-fan.html


Post a Comment

Previous Post Next Post