অম্লিতা দাস : গতকালই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রথম হয়েছেন রুমানা সুলতানা নামে এক ছাত্রী। তাকে নিয়ে উচ্ছাস থাকলেও উচ্ছাসের সাথেই হাত ধরে আছে বিতর্ক। একাধিক বিতর্ক উঠেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণায়। বিতর্কের কারণ, ফলপ্রকাশের সময় তাকে শুধুই মুসলিম বলে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফলপ্রকাশ হতেই উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস বলেছিলেন, "যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন একা, এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক মুসলিম কন্যা। মুসলিম... মুর্শিদাবাদ থেকে একজন মুসলিম লেডি...গার্ল। তিনি একক ভাবে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়েছেন।" যখন তাকে প্রশ্ন করা হয় তার নাম বলার জন্য। সংসদ জানান, "ওয়েবসাইটে দেখে নেবেন।" ওয়েবসাইটে রুমানা সুলতানার নাম দেখতেই শুরু হয় বিতর্ক। ভালো ফলাফলকে জাত ধর্ম অনুপাতে কেন ফেলা হবে তাই নিয়ে কথা বলেন অধিকাংশ মানুষ। আবার অনেকে বলেন, একজন মুসলিম পরীক্ষার্থী ভালো ফল করেছে সেটা অবশ্যই বলা উচিত যেখানে মুসলিম মেয়েরা এত বাধা বিপত্তির সম্মুখীন হয়।
মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনিন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। অনেক শুভেচ্ছা বার্তা পাওয়ার সাথেই এই বিতর্কের মুখোমুখি হয় পড়ুয়া। তিনি জানান, এই নিয়ে বিতর্ক আর চাইনা, তবে ঘোষণার সময় মুসলিম না বলে ছাত্রী রূপে ঘোষণা করলেই বেশি খুশি হতাম।