রিয়া গিরি : আম্ফান, ইয়াস যেতে না যেতেই আরও এক নিম্নচাপ তৈরি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। যার নাম দেওয়া হয়েছে' ফেলিসিয়া '। ক্ষতি হতে পারে ঘণ্টায় ২৫৫ কিমি। শক্তির দিক থেকে সুপার সাইক্লোন এর আকার ধারন হতে পারে, এমনই অনুমান আবহাওয়াবিদের।
গ্রেড৪ এর ঘূর্ণিঝড় পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে। ঝড়ের প্রভাব ভারত কিংবা বাংলাদেশে পড়বে না। রবিবার এই সাইক্লোন পশ্চিম দিকে চেপে সরতে পারে। ঝড়ের গতিবেগ ২৫৫ কিলোমিটার হলেও সাধারণ গতি হতে পারে ২২৫ কিলোমিটার।
A waterfall tumbles out of the sky and leaves a researcher in shock, “I’m a storm chaser. I chase storms, and I’ve never seen anything look like this before!” WATCH this story and more on the season finale of Weird Earth Sunday night at 8/7c. pic.twitter.com/UO6RPwTcce
— The Weather Channel (@weatherchannel) July 18, 2021
সোমবার কিংবা মঙ্গলবার নাগাদ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়াইয়ের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে,এই ঝড় ভূখণ্ড থেকে অনেকটা দূরে অবস্থান করছে এবং ঝড়ের অভিমুখ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে হবে। গতিবেগ প্রায় ১০ মাইল প্রতি ঘন্টা হতে পারে। প্রশান্ত মহাসাগরে জাহাজ এবং জলযান জলযান নিষিদ্ধ করা হয়েছে। আগাম সতর্কতা
জারি করা হচ্ছে তৈরি হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম।