রিয়া গিরি : টোকিও অলিম্পিকে ঘিরে ভারতীয় সমর্থকরা খুবই উৎসাহিত। ভারতীয় অ্যাথলিটদের জন্য সকলেরই শুভকামনা রয়েছে। অলিম্পিকের উচ্ছাস থেকে পিছিয়ে নেই তিলোত্তমা। ক্রিকেট-ফুটবল হোক কিংবা অন্যান্য খেলা, ক্রীড়া প্রেমীদের উন্মাদনা সবসময়ই থাকে কলকাতাতে। আবার ও অলিম্পিকের সাজে সেজে উঠেছে হাওড়া ব্রিজ ।
কলকাতার ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজকে অলিম্পিকের ছাপে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছেন, মিনিস্ট্রি অফ ফুড এন্ড শিপিং ওয়াটার ওয়েজ। অলিম্পিকের রিং এর বিশেষ পাঁচটি আলোর সাঁজে শোভা পেয়েছে হাওড়া ব্রিজ। নদী তীরবর্তী ব্রিজের ভিন্ন আলোর সজ্জা কিছু সময় বাদে বাদে আলোকিত করছে সারা ব্রিজকে। এই চোখ জুড়িয়ে যাওয়ার মত আলোর রোশনাই আকর্ষণ করছে সকলকে।অলিম্পিক চলাকালীন প্রতিদিন আলোর জাদু দেখা যাবে হাওড়া ব্রিজে। ইতিমধ্যেই , আলোর চমক দেখতে ভিড় জমাচ্ছেন মানুষেরা।তবে এই প্রথম নয়, এর আগেও বিশেষ দিন উপলক্ষে হাওড়া ব্রিজকে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু এবারে টোকিও অলিম্পিকের আমেজ মিলবে তিলোত্তমাতে ও।
Tags:
জাতীয়