অনুষ্ঠিত হল ডিজিটাল মিডিয়া এথিক্স রুলস : ২০২১-এর উপর হয়েছে ভার্চুয়াল ওয়ার্কশপ

অনুষ্ঠিত হল ডিজিটাল মিডিয়া এথিক্স রুলস : ২০২১-এর উপর হয়েছে ভার্চুয়াল ওয়ার্কশপ

শ্রমণ দে : ১৪ই জুলাই, বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক দপ্তর থেকে বেলা ৩ টের সময় একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়, যার মূল বিষয়বস্তু ছিল “ডিজিটাল মিডিয়া এথিক্স রুলস ২০২১” অথবা “ডিজিটাল মিডিয়ার নীতি ও নিয়ম – ২০২১”। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক দপ্তরের যুগ্ম সচিব বিক্রম সহায়। উত্তর-পূর্ব রাজ‍্যের প্রেস কনফারেন্স ব‍্যুরোর পক্ষ থেকে উক্ত অঞ্চলের এ.ডি.জি., এস. এন. প্রধানসহ কোলকাতা প্রেস কনফারেন্স ব‍্যুরোর এ.ডি.জি., শ্রীমতী জেন নামচু, ডেপুটি ডিরেক্টর, চিত্রা গুপ্তা ও সুজাতা সাহা সাহু, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ, মণিপুরের মতো রাজ‍্য থেকে বহু শিক্ষাবিদ এবং উক্ত রাজ‍্যগুলির প্রায় ৩০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। বিক্রম সহায়ের মতে, “অভিযোগ নিরসনের ব‍্যবস্থা ডিজিটাল মিডিয়া এথিক্স কোড-২০১২-এর মূল এবং সাধারণ মানুষের সুবিধার জন্য এটি একটি নগর কেন্দ্রিক নিয়ন্ত্রণ হিসাবে বিরচিত হয়েছে”। এই ভার্চুয়াল সভা আয়োজন করে প্রেস ইনফরমেশন ব‍্যুরো, গুয়াহাটি শাখা।

তাদেরই উদ‍্যোগে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ও একমাত্র নিবন্ধভুক্ত সাংবাদিক সংগঠন “ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন”-এর সভাপতি অরিন্দম রায়চৌধুরী আলোচনায় উপস্থিত ছিলেন যিনি ডিজিটাল মাধ‍্যম সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রকাশ এবং ওটিটি প্ল‍্যাটফর্ম সম্পর্কিত নিয়মগুলির মূল বৈশিষ্ট্য তুলে ধরে সহায় বলেছেন, “ডিজিটাল মিডিয়া এথিক্স কোড-২০২১ -এর ফ্রেমিং খুবই দরকারি হয়ে পড়ে। কারণ “বিপুল সংখ্যক অভিযোগ, নানাসময় নির্বাচিত প্রতিনিধিদের প্রতিনিধিত্বের ইতিমধ্যেই এসেছে এমনকি বিভিন্ন সময়ে উচ্চ আদালতে যা বিচারাধীন, এবং এইসকল বিষয়ে মিডিয়ারই বা কী মত তা জানা খুব প্রয়োজন এবং আগামী দিনগুলিতে একটি শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলাই মূল উদ্দেশ্য।”

সহায় আরও বলেন, “ডাক্তার ডিজিটাল মিডিয়া মাধ‍্যমকেও প্রচলিত মিডিয়ার মতোই মূলত দুটি আইনকে সামনে রেখে চলতে হবে। সেগুলি হল– ১) প্রেস কাউন্সিল আইন - ১৯৭৮, ২) কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন - ১৯৯৫। আলোচনা সভার প্রশ্নোত্তর পর্বে অরিন্দম রায়চৌধুরীর একটি বিশেষ অনুরোধে বিক্রম সহায় আশ্বাস দেন যে, আগামী দিনে পশ্চিমবঙ্গ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আলোচনা সভায় “প্রেস ইনফরমেশন ব‍্যুরো” থেকে কোনো নির্দিষ্ট কর্মকর্তা সরকারি ভাবে হাজির থাকবেন এবং সংগঠনের সমস্ত সাংবাদিক সদস‍্যকে সঠিক কেন্দ্রীয় আইন নিয়ে বিশদভাবে বোঝাবেন। আগামী দিনে এই পদক্ষেপে সদস্যরা খুবই উপকৃত হবেন তা বলা বাহুল্য।

আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন গুয়াহাটির এলাকা প্রদর্শনী কর্মকর্তা হীরামণি দাস, এবং মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা গোপজিৎ দাস।

Post a Comment

Previous Post Next Post