ঈশিতা সাহা : সবুজ সাথী প্রকল্পের আওতায় থেকে পড়ুয়ারা সাইকেল পাবে না, তা তো হয় না! ঠিক করা হয়েছিল নির্বাচনের আগেই সাইকেল বিলি হবে কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে কার্যসিদ্ধি হয়নি। এরপরই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। স্কুলগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে এবারে বাড়ি বাড়ি গিয়ে নবম শ্রেণীর পড়ুয়াদের ডেকে এনে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
লক্ষ্য ছিল নবম শ্রেণীর ২২,০০০ পড়ুয়াকে সাইকেল বিলির কিন্তু লকডাউন পরিস্থিতিতে কি করে তা সম্ভব সে নিয়ে বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। শেষ পর্যন্ত ,পড়ুয়াদের বাড়ি থেকে ডেকে এনে স্কুলে সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিও বলেন, বৃহস্পতিবার ব্লকের অন্যান্য স্কুলগুলোতেও সাইকেল দেওয়া হবে। বলা হয়েছিল নির্বাচনের আগে সাইকেল পেয়ে যাবে পড়ুয়ারা কিন্তু করোনাকালে তা আটকে যায়। তাই এবারে বাড়ি থেকে ডেকে এনে পড়ুয়াদের সাইকেল দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, সবুজসাথী সাইকেলের যন্ত্রাংশ গুলি কোনভাবেই ব্লকে পড়ে থেকে মরচে যাতে না পড়ে সেজন্যেই দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।