নিজস্ব প্রতিনিধি, মালদা : প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৫০ হাজার টাকা হারালেন এক সরকারি কর্মী। বুধবার মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোজাম্মেল হক নামের ওই সরকারি কর্মী।
তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ী এলাকায়। জানা গিয়েছে, চলতি মাসের ৪ জুলাই রাত্রে তার মোবাইল নম্বরে একটি ফোন আসে। তাকে ফোনে বলা হয় তার ATM বন্ধ হয়ে গেছে এর জন্য এটিএমের নম্বর লাগবে। মোজাম্মেলবাবু কোন কিছু না ভেবেই এটিএমের নম্বর বলে ফেলেন।
এরপরই দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৪০১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। পরেরদিনই তিনি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার ওই সরকারি কর্মী আবার মালদা সাইবার ক্রাইম থানা এলাকার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Tags:
জেলার খবর