ঈশিতা সাহা : সোমবার মিড ডে মিল খাদ্য সামগ্রী তালিকায় নয়া নির্দেশিকা জারি করা হয়েছে মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টরের দপ্তর থেকে। আগে মিড ডে মিলের তালিকায় যুক্ত ছিল সোয়াবিন। কিন্তু এবারে নির্দেশিকায় তা বাতিল করা হয়েছে।
মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর দপ্তরের থেকে নির্দেশিকায় আগামী দিনে যে খাদ্য-সামগ্রী তালিকা করা হয়েছে তাতে দু কেজি চাল এবং দুই কেজি আলু বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ২৫০ গ্রাম করে পাওয়া যাবে ডাল ও চিনি। করোনা কালে স্বচ্ছতার কথা মাথায় রেখে এবারের সাবান বিলির ওপর জোর দেওয়া হয়েছে।
ডিজে বাজিয়ে, আবির উড়িয়ে শেষকৃত্য সম্পন্ন হল বৃদ্ধার
জানা যাচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে ৯৯.৪০ টাকা প্রাথমিকে ও ১৪৯ টাকা উচ্চ প্রাথমিকে বরাদ্দ ছিল। অবশ্য আগস্ট মাস থেকে ৭৮ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে এই নয়া নির্দেশিকার বিরোধিতা জানিয়েছেন একাধিক শিক্ষক।
তাদের অভিযোগ, আলু বরাদ্দ করা হলেও সোয়াবিনের মত পুষ্টিকর খাদ্য বাদ দেওয়া একেবারেই উচিত হয়নি। গত মাসেও ছোলা বাতিল হয়েছে । এক্ষেত্রে সরকারের ডালের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত পাশাপাশি ১০ টি করে ডিম বিতরণের দাবি জানায় তারা।
চকলেটের প্রলোভনে ডেকে এনে শিশুকে ধর্ষণ, উত্তপ্ত হাওড়ার ডোমজুড়
পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, আগামী মাস গুলোতেও মিড ডে মিলের খাবার সামগ্রী নিকটবর্তী স্কুল এবং সেন্টারগুলি থেকে অভিবাবকদের সংগ্রহ করতে হবে।