সায়ন ঘোষ : আন্তর্জাতিক বন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার ৩০ টি সোনার বিস্কুট। ভারতীয় বাজারে যার আনুমানিক মূল্য ১ কোটি ৭২ লক্ষ টাকা। ঘটনাটি উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পেট্রাপোল সীমান্তের। সোনার বিস্কুট সহ সীমান্তরক্ষীর হাতে আটক ২ জন বাইক আরোহী।
সূত্রে খবর, সোমবার সকালে দুজন বাইক আরোহী বাংলাদেশ থেকে পেট্রাপোল বন্দরের মাধ্যমে সোনার বিস্কুট ভারতে আনার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তরক্ষী কর্মীদের ডিউটি চলাকালীন আইসিপি পেট্রাপোল রেলপথ ক্রসিংয়ের কাছে একটি রুটিন তালাশি অভিযানে চালাচ্ছিলেন বিএসএফ'রা। তখন তাঁরা জয়ন্তীপুরের পার্কিং এলাকা থেকে দুজন সন্দেহভাজন মোটরসাইকেল চালকে বেড়তে দেখেন। তাদেরকে তল্লাশী করতেই তাদের কোমরে বাঁধা একটি কাপড় থেকে 30 টি সোনার বিস্কুট উদ্ধার করেন। একজনের নাম সুমন তারাফদার (২৯), অপর জন আশিক হালদার (২৩) । বিএসএফের জিজ্ঞাসাবাদে সুমনা জানায়, সে পেশায় ট্রাক চালক। ফ্রেটকো কোম্পানির ট্রাক (এনএল ০১ কে ৩৩০২) নিয়ে সে বাংলাদেশে যায়। পরে ট্রাক আইসিপি বেনাপোলের (বাংলাদেশ) কাছে রেখে জয়ন্তীপুরে (ভারত) ফিরে আসে জ্বর হওয়ার অজুহাতে। সেই সময় বেনাপোলের বাসিন্দা করিম এর কাছ থেকে ৩০ টি সোনার বিস্কুট নেওয়ার পরে সে সকাল ১০ টার সময় ভারতে ফিরে আসে। পার্কিং থেকে ফেরার সময় বিএসএফ রেল ক্রসিংয়ের কাছে চেক করায় ৩০ টি সোনার বিস্কুট সহ আটক করে তাদের। সোনার বিস্কুট পাচারের অভিযোগে কাস্টম অফিস পেট্রাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে দুজনকে।
১৭৯ ব্যাটালিয়নের কমান্ড অফিসার শ্রী অরুণ কুমার আইসিপি পেট্রাপোলের কাস্টমস কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। আগামীদিনে কেউ যাতে কোনো ভাবে ছদ্মবেশে চোরাচালান করতে না পারে সে বিষয়ে নজর রাখতে বলেছেন।