আগস্ট থেকেই বদলে যাচ্ছে গ্যাস, পেনশন, এটিএম কার্ডের একাধিক নিয়ম

Gas-pension-ATM-card-rules-have-been-changing-since-August

রিয়া গিরি : এবার আগস্ট মাসের শুরুতে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। সরকারি ক্ষেত্রে এলপিজির দাম, এটিএম এর লেনদেন সংক্রান্ত নিয়মে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। ফের এলপিজির দাম  পরিবর্তিত হয়ে বাড়তে পারে এবং ব্যাংকের ক্ষেত্রেও নতুন পরিবর্তন সাধারণ  মানুষের ওপর প্রভাব ফেলবে বলে দাবি বিশেষজ্ঞদের।

আগামী মাস থেকেই শিশুদের টিকাকরন! বিজেপি বৈঠকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

করোণা পরিস্থিতিতে রেশন ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় কাজে, নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই যে কয়েকটি বিষয়ের পরিবর্তন হতে চলেছে সেগুলি হল-

(১) গাড়ির দাম বৃদ্ধি পেতে পারে সামনের মাস থেকেই। হণ্ডা কার্স ইন্ডিয়া গাড়ি তৈরির খরচ বৃদ্ধি করতে চলেছে।

(২) এটিএম কিংবা ক্রেডিট কার্ড এর ব্যবহারের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক আগেই জানিয়েছিল ফ্রী ট্রানজেকশন শেষ হলে এখন থেকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ১৫ টাকা নয় আরও দুই টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহকদের। তাছাড়া অন্যান্য এটিএম ট্রানজেকশনের চার্য বাড়ানো হয়েছিল। যা পরের মাস থেকে আবার বাড়তে পারে।বর্তমানে নিজস্ব ব্যাংকে এটিএম এর ক্ষেত্রে পাঁচটি বিনামূল্যে ট্রানজেকশন পান গ্রাহকরা। কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রে মেট্রো শহরের তিনটি এবং মেট্রো শহর ছাড়া বাকি অন্যান্য জায়গাতে পাঁচটি ফ্রী ট্রানজেকশন এর ব্যবস্থা রয়েছে।

ভ্যাকসিন সেন্টারে পুলিশের হেনস্থায় আত্মঘাতী যুবক

(৩) ন্যাশনাল অটোমেটিক ক্লিয়ারিং হাউস ম্যাচের নিয়মে বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে পরের মাস থেকেই। বি আই এর মতে চার্জের বেতন কিংবা পেনশনের জন্য এখন আর শনি রবিবার অপেক্ষা করতে হবে না সপ্তাহের ৭ দিনই সুযোগ-সুবিধা পেতে পারে ব্যাংক থেকে।

(৪)আগস্ট মাস থেকেই বাড়তে পারে এলপিজি গ্যাসের দাম। জুলাই মাসেই ২৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। কিন্তু তা সামনের মাস থেকে যে বাড়তে চলেছে, তার আগাম পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞরা।

হিমাচল ধসের ২৫ মিনিট আগের টুইট দীপা শর্মার, প্রাণ হারালেন চিকিৎসক

(৫) নিয়ম পরিবর্তন হতে চলেছে আইসিআইসিআই ব্যাংকে।এবার থেকে ১ বছরে কেবল মাত্র ২৫পৃষ্ঠার চেকবুক বিনা মূল্যে পাবেন গ্রাহকরা তারপরে চেকবুক নিতে হলে ২০ টাকা আলাদা করে নিতে হবে গ্রাহকদের। তা ছাড়াও অতিরিক্ত হলে প্রত্যেক বারের জন্য ১৫০ টাকা করে দিতে হবে গ্রাহকদের।

Gas-pension-ATM-card-rules-have-been-changing-since-August


Post a Comment

Previous Post Next Post