ঈশিতা সাহা : দীর্ঘ ৫৫ বছর পর ফের হলদিবাড়ি-চিলাহাটি রুটে পণ্যবাহী ট্রেন যাতায়াতের পরিকল্পনা নেয় ভারত-বাংলাদেশ রেল মন্ত্রক। তীব্র উদ্যোগ বাস্তবায়নে এবারে কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে নবনির্মিত আন্তর্জাতিক রেলগেট।ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগস্ট মাস থেকেই চলবে বাংলাদেশ ঢাকার কন্টেনমেন্টগামী ট্রেন। ইতিমধ্যে ট্রেন চলাচলে যাবতীয় কাজ শুরু হয়ে গিয়েছে। আন্তর্জাতিক সীমান্তে চলাচলকারি এই ট্রেনের জন্য নতুন লাইন পাতা হয়েছে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি দিয়ে উন্নত মানের বিদ্যুৎ- এর ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম। পাশাপাশি আন্তর্জাতিক রেলগেট এর সুরক্ষার জন্য বিএসএফের ১৮০ নম্বর ব্যাটালিয়ন এর একটি কোম্পানি জোয়ান নিযুক্ত করা হয়েছে। বিশেষ দোতলা ভবন নির্মান করা হয়েছে রেলকর্মী ও শুল্ক দপ্তরের কর্মীদের জন্য।
প্রশাসনিক সূত্রে খবর, ভুটান সরকারের আবেদনের ভিত্তিতে এই রুটে ট্রেন চলাচলের প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ভারতীয় রেল মন্ত্রক। এ বিষয়ে সরকারের কাছে আবেদন পত্র জমা দেয়া হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভুটান থেকে চামুর্চি, জয়গাঁ, পাসাখা, বীরপাড়া, এনজিপি ও হলদিবাড়ি দিয়ে চিলাহাটি পর্যন্ত রুটটির পথ সুনির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সূত্রে চলমানকারী ট্রেনটির মাধ্যমে পাথর, খনিজ পদার্থ এছাড়া কৃষিজ পণ্য সামগ্রী বাংলাদেশের রপ্তানি করতে তৎপর ভুটান সরকার।
পর্ণ দেখলেই জরিমানা ৩ হাজার টাকা, পুলিশের দ্বারস্থ হয়েছেন অনেকেই
দুই রেল মন্ত্রকের তরফে উদ্বোধনী অনুষ্ঠানের সাত মাস পর হলদিবাড়ি-চিলাহাটি রুটে নিয়মিত রেল পরিষেবা চালু হচ্ছে।এজন্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম সুরেশ কুমার শর্মা বেশ কয়েকবার হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে আসেন। পণ্যবাহী ট্রেন চলাচলের বিষয়ে নর্থ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক পুরোজিত বকশিগুপ্ত বলেন, "দীর্ঘদিন ধরেই হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলাচল এ দাবি করেছিলাম। দাবি পূরণ হওয়ার বণিকসভা খুশি। এইরুটে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল করুক।"
সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন,"বামপন্থীরা ধারাবাহিকভাবে হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলাচল এর জন্য আন্দোলন করেছেন। সেই আন্দোলন সার্থক রূপ নিল।"