মাছে ঢাকা নদী, চিন্তায় পড়লেন গ্রামবাসীরা

Fish-covered-river-the-villagers-thought

রিয়া গিরি : নদীতে মাছ থাকা স্বাভাবিক ব্যাপার।কিন্তু মাছে ঢাকা নদীর কথা একটু অবিশ্বাস্য হলেও, ঠিক এমন দৃশ্য দেখা যাচ্ছে যমুনা নদীতে। হাজার হাজার মাছ নদীর জলে ভেসে আছে, জল দেখতে পাওয়াই ভার হয়ে দাঁড়িয়েছে।ঘটনাটি ঘটেছে যমুনা নদীতে।

একদিনের ব্যবধানে এত মাছের মৃত্যুতে হতবাক নদীর ধারের গ্রামবাসীরা। কি কি কারণে এমনটা ঘটছে কিছুতেই বুঝতে পারছেন না কেউই। অগুনতি মাছের মৃত্যু কিভাবে হল তা নিয়ে ইতিমধ্যেই পরিবেশবিদরা আলোচনায় বসেছে। যমুনা নদীর সৌন্দর্য কে না জানে! তাজের পাশ থেকে বয়ে চলা এই নদী, তাজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে অলংকার হিসেবে কাজ করে। কিন্তু মাছের মড়ক  কেন দেখা দিল তা চিন্তার বিষয়।

Fish-covered-river-the-villagers-thought


বিখ্যাত পরিবেশবিদ দেবাশীষ ভট্টাচার্য্য জানিয়েছেন, মাছের মড়কের কারণ মথুরার গোকুল ব্যারেজ থেকে ছাড়া জল। গবেষণায় জানা গেছে, গোকুল ব্যারেজের জল খুবই বিষাক্তকর। তার জন্যই যমুনা নদীর  জল সহ তাতে বসবাসকারী প্রাণীরা মড়কে পরিণত হয়েছে। এই জলে প্রচুর পরিমাণে আশেপাশের কারখানা থেকে দূষিত রাসায়নিক বর্জ্য, নর্দমার জল থাকায় যমুনা নদী দূষিত করে তুমি তুলেছে । তার জন্যই কোন জীবন বাঁচতে পারে না।দেবাশিসবাবু জানিয়েছেন,যমুনা কে দূষণমুক্ত করতে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা। এর আগেও যমুনার বেহাল দশা নিয়ে মুখ খুলেছেন মানুষেরা কিন্তু, তাতে কোনো ফল হয়নি। যমুনার ধারে জমি নিয়ে নিচ্ছে বিভিন্ন সংগঠন এবং তাতে গড়ে উঠছে কারখানা। নির্বিচারে গাছ কেটে কারখানা নির্মাণ কাজ চালাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। যমুনার হাল ফেরাতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য তিনি সংবাদমাধ্যমের সাহায্য নিয়েছেন বলে জানান।



Post a Comment

Previous Post Next Post