অবশেষে রুপালি শস‍্যে ভরল রাজ্য, ৬ হাজার কেজি ইলিশ ঢুকল ঘাটে

Finally-the-state-is-full-of-silver-grains-6000-kg-of-hilsa-enters-the-ghats

অম্লিতা দাস : মাছে ভাতে বাঙালির ক্ষেত্রে এল ভীষন ভালো খবর। বেশ কিছু মাস পেরিয়ে খরা কাটিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মৎসজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। মৎসজীবীরা জানিয়েছেন, গত তিন দিনে মোট ছয় হাজার কেজি ইলিশ ধরা পড়েছে জালে। রবিবার তাই নিয়েই নামখানায় পৌঁছালেন তারা।

নামাখানা ঘাট পেরিয়ে ইলিশ পৌঁছাবে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে। সেখান থেকেই একে একে বাজারে ছড়িয়ে পড়বে এই মাছ। বর্ষার সময় পাওয়া এই ইলিশ সুস্বাদু হবে বলেই জানিয়েছেন মৎসজীবীরা। সমুদ্র থেকে আসা এই রুপালি ফসলের ওজন হবে ৫০০ গ্রাম থেকে ১কেজি। রবিবার এই ইলিশ পাইকারি বাজারে ৪০০ থেকে ৫০০ গ্রাম বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮৫০ টাকায়। এছাড়াও ৬০০ থেকে ৭০০গ্রামের ইলিশের দাম কেজি প্রতি প্রায় ৯৫০টাকা। আর  ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজন ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা। এই সময়ে অর্থাৎ মওসুমের প্রথম ইলিশ হওয়ায় দাম বেশি হবে বলেই জানা যাচ্ছে।

পর পর ইলিশের আশায় সমুদ্রে একাধিক ট্রলার নামলেও ইলিশ ছাড়াই ফিরতে হয় মৎসজীবীদের। কিন্তু এই বার থেকে আবার মিলল ইলিশের দেখা। একাধিক ট্রলার দুর্ঘটনার পরে রবিবার গভীর সমুদ্রের থেকে প্রতিটি ট্রলার প্রায় ৪০০কেজি মাছ ধরে মোট ১৫টি ট্রলার নামাখানা ঘাটে এসেছে। এবার থেকে ভালোভাবেই মাছ পাওয়ার আশা রাখছেন কাকদ্বীপ মৎসজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি।


Finally-the-state-is-full-of-silver-grains-6000-kg-of-hilsa-enters-the-ghats


Post a Comment

Previous Post Next Post