এনকাউন্টারের ভয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো দুই বন্ধু

Fearing-an-encounter-the-two-friends-went-to-the-police-station-and-surrendered

রিয়া গিরি : উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের ডাকাতির মামলা প্রায়দিনই সামনে আসে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ আজ প্রথম নয় পুলিশের এনকাউন্টারের ভয়ে, কুখ্যাত অপরাধের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা হাতজোড় করে প্রাণের ভিক্ষা চাইল পুলিশ স্টেশনে এসে

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আগর জেলায়যেখানে বিগত পাঁচ দিন ধরে পুলিশের এনকাউন্টারে কুখ্যাত দুষ্কৃতীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন দুষ্কৃতী ডাকাতি মামলার সঙ্গে যুক্ত ছিল, আর বাকি দুইজন আগ্রার এক ডাক্তারের অপহরণ কাণ্ডে যুক্ত ছিল পুলিশের ভয়ে শেষমেষ হাতজোড় করে থানায় এসে উপস্থিত হলো দুষ্কৃতীরা  বৃহস্পতিবার দুপুরে ঠিক এমনই দৃশ্যর  দেখা মিলল পুলিশ স্টেশনে

সূত্রের খবর,ডাকাতির সঙ্গে জড়িত এক দুষ্কৃতী সারেন্ডার করেছিল কিছুদিন আগেই ,  তারই দুদিনের মধ্যেই  সারেন্ডার করেছে আরো দুজন দুষ্কৃতীআগরার বিখ্যাত ডাক্তার উমাকান্ত গুপ্তার অপহরণকারী ভোলা ঠাকুর, বৃহস্পতিবার থানায় গিয়ে সারেন্ডার করে  ভোলা ইউপি পুলিশের এনকাউন্টারের ভয়ে  সটান থানায় গিয়ে সারেন্ডার করে পুলিশ তার উপর ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল দুষ্কৃতীরা  ডাক্তারের কাছ থেকে কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল কিন্তু, ইউপি পুলিশের ভয়ে সে তার সঙ্গী থানায় এসে নিজে থেকে আত্মসমর্পণ করে


Fearing-an-encounter-the-two-friends-went-to-the-police-station-and-surrendered


Post a Comment

Previous Post Next Post