ঈশিতা সাহা : বুধবার সকালে ঝাড়খন্ড ধানবাদের অতিরিক্ত জেলা জজ (এডিজে)- এর পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে ধানবাদ এর ম্যাজিস্ট্রেট কলোনির কাছে (এ ডি জে) উত্তম আনন্দ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তখনই একটি অটোরিক্সার ধাক্কায় এই দুর্ঘটনাটি হয়।
জানা গেছে, সদর থানার অধীনে ধানবাদ কোর্টের কাছে রন্ধির ভার্মা চৌকে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়দের চোখে পড়লে তাকে দ্রুত পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনাটিকে জুড়ে ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশে আসে।
ভোর পাঁচটা নাগাদ উত্তম আনন্দ ওই পথ ধরে প্রাতঃভ্রমণ করছিলেন। হঠাৎই পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে গাড়িটিকে শনাক্ত করা যায়নি এখনো। এদিকে সম্পূর্ণ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে।
দূরত্ব মেনে মাঠে বসেই ইউনিট টেস্ট দিচ্ছে পড়ুয়ারা
ঘটনার সাথে জড়িত কাউকেই এখনো গ্রেফতার করা হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার জানিয়েছেন, দ্রুতই গাড়ি চালককে গ্রেফতার করা হবে।