প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়েও, সৃষ্টি নতুন প্রজন্মের

Even-on-the-verge-of-extinction-a-new-generation-of-creation

ঈশিতা সাহা : বর্তমানে রেড পান্ডাকে প্রায় বিলুপ্ত প্রাণীর মধ্যেই চিহ্নিত করা হয় নেপালি শব্দ 'পোনয়া' শব্দ থেকে রেড পান্ডা শব্দটি এসেছে যার অর্থ গাছ খেয়ে বাচা প্রাণী দেশের অন্যান্য জায়গায় ব্ল্যাক পান্ডার দেখা মিললেও, রেড পান্ডা সংখ্যা হাতেগোনা ভারতে যে তিনটি রাজ্যে রেড পান্ডাদের সংরক্ষণ করা হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম বৃহস্পতিবার, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক জন্ম নিল রেড পান্ডাদের এক নতুন অতিথি বনকর্মী থেকে জানা যায়, নতুন অতিথি তার মা ইয়েসি দুজনেই বর্তমানে সুস্থ আছে

রেড পান্ডার প্রজননের ক্ষেত্রে কো-অর্ডিনেটর জু হিসেবে কাজ করে দার্জিলিং জু- তে, চলতি মরশুমে এই নিয়ে পাঁচটি রেড পান্ডার জন্ম হলো গোটা দেশে ফলে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধিতে খুশি জু কর্মীরাও

গত জুলাই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কএর তোপকেইদারার  প্রজনন কেন্দ্রের জন্ম নিয়েছিল দুটি রেডপান্ডা এরপর আবার চলতি মরসুমে দার্জিলিং জু তে জন্ম নয় আরও দুটি এদিন আবার নতুন অথিতির আগমন হয় পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ডিরেক্টর ধর্মদেও জানিয়েছেন,"মা সন্তান সুস্থ আছে আপাতত এখানে রেড পান্ডা সংখ্যা বেড়ে হলো ২৫"

Post a Comment

Previous Post Next Post