ঈশিতা সাহা, আলিপুরদুয়ার : ডলফিন দেখতে এখন আর পাড়ি দিতে হবে না চিলকা হ্রদে। রাজ্য বনদপ্তরের অনুমান অনুযায়ী কোচবিহারের তুফানগঞ্জ মহাকুমার কালজানি, ঘরঘড়িয়া, তোরসা নদী তে দেখা গেছে প্রচুর পরিমাণে ডলফিন। বনদপ্তর জানিয়েছে , ২০০৯-২০১১ সালে ডলফিন নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল বালাভুতে। সেই সময় ৫৪ টি ডলফিন এর দেখা মিলেছিল। এখন বালাভূত চিলাখানা এই দুই জায়গা মিলিয়ে ডলফিন এর সংখ্যা বেড়ে ১০০টিরও বেশি। পুরুষ স্ত্রী ও শিশু পুরো পরিবারই এখন থাকছে এখানে। বনদপ্তর জানিয়েছে, ডলফিন গুলো মূলত ব্রহ্মপুত্র নদ থেকে বাংলাদেশের মেঘনা নদী হয়ে এই অঞ্চলে ঢুকে পড়েছে। তার জন্য সঠিক পরিকাঠামো তৈরিতে নজর রেখেছে বনদপ্তর। রাজ্যের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট ( পিসিসিএফ)- কে ডলফিন রক্ষার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
বনদপ্তর এর কোচবিহার বিভাগের ডিএফও সঞ্জিত কুমার সাহা বলেন, বালাভুতের কালজানি নদীর সংযোগস্থল গুলিতে প্রচুর পরিমাণে ডলফিন দেখা গিয়েছে। এদের রক্ষা করার জন্য ন্যাশনাল মিশন অফ ক্লিন গঙ্গা প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে উপর মহলে। এটি কার্যকরী হলে ডলফিন রক্ষা করতে অনেকটাই সাহায্য হবে। কিছুদিন আগে চিলাখানা এলাকায় একটি ডলফিন কে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় জড়িত একজনকে বনদপ্তর থেকে গ্রেফতার ও করা হয়। এরপরই কড়া নজরে রাখা হয়েছে এলাকাটিকে। রাতের অন্ধকারে কোন রকমের বেআইনি অপরাধ যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখছে বনদপ্তর। পাশাপাশি ডলফিন সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও তাদের ব্যবহার নিয়ে স্থানীয় বাসিন্দাদের অবগত করা হচ্ছে।
Tags:
রাজ্য