তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ বনগাঁ থানার সামনে

Demonstration-in-front-of-Bangaon-police-station-to-protest-the-arrest-of-Trinamool-leader

সার্বভৌম সমাচার : তৃণমূল যুব সভাপতি কে গ্রেফতারের অভিযোগে বিক্ষোভ থানার সামনে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয়। সূত্রে খবর, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি প্রশান্ত অধিকারীকে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনই অভিযোগ এনে বনগাঁ থানার সামনে বিক্ষোভ শুরু করল এলাকার তৃণমূল কর্মী সর্মথকরা। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যশোর রোড সংলগ্ন বাটার মোড়ে টোটো রাস্তায় দাঁড় করিয়ে অবরোধ শুরু করে।  চলছে এখনো অবরোধ।

Demonstration-in-front-of-Bangaon-police-station-to-protest-the-arrest-of-Trinamool-leader

তৃণমূল কংগ্রেসের কর্মীরা, প্রশান্ত এলাকায় ভালো ছেলে বলে পরিচিত। তৃণমূলের বাস, টোটো ও অটো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তিনি। বুধবার রাত দশটা নাগাদ প্রশান্ত অধিকারী কে বাড়ি থেকে থানায় নিয়ে যায় বনগাঁ থানার পুলিশ। এরপরই এলাকার তৃণমূল কর্মী সহ বাসিন্দারা বনগাঁ থানার সামনে এসে জমা হয়। এবং তারা গ্রেপ্তারের কারণ জানতে এবং প্রশান্ত কে ছাড়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে বনগাঁ বাটার মোড়ের উপরে টোটো নিয়ে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । প্রশান্ত অধিকারী কে নিঃশর্ত মুক্তি না দিলে অবরোধ চলবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা ।



Post a Comment

Previous Post Next Post