রিয়া গিরি : দেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তিম টুইট করল পেশায় আয়ুর্বেদ চিকিৎসক দীপা শর্মা। হিমাচলের ধ্বস নামার ২৫ মিনিট আগে, ক্যামেরা হাতে ইন্দো-তিব্বত সীমান্তে পুলিশের সাইন বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা তারে হাস্যোজ্জ্বল ছবি চোখে জল এনেছে অনেক নেটিজেনদের। কিন্তু মুহূর্তেই হিমাচলের কিন্নরের সাঙলা ভ্যালিতে ধ্বস নামায় প্রাণ হারালো দীপা সহ ৯ জন পর্যটকেরা।
পেশায় আয়ুর্বেদ চিকিৎসক দীপা শর্মা রবিবার দুপুরে হিমাচল
প্রদেশের সাঙলা ভ্যালিতে আশা ভয়াবহ ধসের প্রাণ হারান। ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে
তার এই ছবি যে তার জীবনের শেষ ছবি হয়ে দাঁড়াবে, তা কেউই কখনও ভাবেননি। ইন্দো -তিব্বত
সীমান্ত থেকে ৮০ কিলোমিটার গেলেই তিব্বত।
দেড় লক্ষ কোভ্যাক্সিন এল কলকাতায়, কেন্দ্র থেকে রাজ্যে পাড়ি প্রতিষেধকের
যা বেআইনিভাবে দখল করে রেখেছে চীনা সৈন্যরা। এই পোস্টটির ঠিক
২৫ মিনিট পর ধ্বস নামে ওই এলাকায়। বাতসেরি
ব্রিজের ওপরে থাকা দীপাদের গাড়িতে ধাক্কা মারে বড় বড় পাথরের চাঁই। ভেঙে পড়ে ব্রিজ
এবং সেখানেই সমাধি ঘটে ৯ জন পর্যটক এর।
করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠেছে দেশ সেই মুহূর্তেই রাজ্যে
শিথিল হয়েছে করোনার বিধি,খুলে দেওয়া হয়েছে পর্যটক কেন্দ্র গুলি ও। তার জেরেই ভ্রমণ
পিপাসু মানুষেরা বেরিয়ে পড়েছেন হিমাচলকে গন্তব্য করে। সুন্দর দৃশ্যের উপভোগের সাথে
জীবনের ঝুঁকি কতখানি থাকতে পারে, তা ইতিমধ্যেই টের পেয়েছেন সকলে।
শোকজ বনগাঁর বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলকে
এখনো পর্যন্ত কূননূরের ওই অঞ্চলে ১০০-১৩০ জন আটকা পড়েছে। উদ্ধারের কাজে সামিল হয়েছেন এনডিআরএফ টিম। সূত্রের খবর, রাজস্থানের জয়পুরের বাসিন্দা দীপা চেয়েছিলেন' একঘেয়েমি কাটাতে। তাই তিনি গন্তব্য স্থির করেছিলেন হিমাচল প্রদেশে। দীপকে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ও অন্যান্যরা।