“দাদা বলত তোরা এগিয়ে চল আমি আছি তো, বিরাট কিন্তু সেরকমটা না” : মোহাম্মদ কাইফ

Dada-used-to-say-go-ahead-I-am-here-big-but-not-like-that-Mohammad-Kaif

শ্রমণ দে : বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেট টিম গুলোর মধ্যে অন্যতম ভারতীয় টিম। এরকম একটা শক্তিশালী টিম থাকা সত্বেও কিন্তু কোথাও না কোথাও গত বেশ কিছু বছর ধরে কোন আইসিসি টুর্নামেন্ট না জেতার জন্য যে ক্ষোভ সেটা প্রত্যেক ভারতবাসী থেকে শুরু করে প্রাক্তন প্লেয়ার দের মধ্যেও দেখা যাচ্ছে। কাঠ গড়ায় উঠছে বিরাট কোহলির নেতৃত্বকে নিয়ে, তুলনা উঠে আসছে ধোনি এবং সৌরভ গাঙ্গুলীর ক্যাপ্টেন্সির সাথে। কয়েকদিন আগে সুরেশ রায়না বলেছিলেন, বিরাট তো এখনো আইপিএলই জিততে পারেনি, আইসিসি টুর্নামেন্ট জেতা অনেক দূর, আর এবারে সৌরভের সঙ্গে বিরাট এর পার্থক্য বোঝালেন মোহাম্মদ কাইফ।

ভারতীয় টিমকে গর্ত থেকে তুলে মোরামের তৈরি রাস্তাতে নিয়ে এসেছিলেন সৌরভ গাঙ্গুলী, সেই মোরামের রাস্তার উপরে পিচ দিয়ে ভারতীয় টিমের চলার পথ আরো মসৃণ করেন মহেন্দ্র সিং ধোনি। আর আজ রাস্তা পরিস্কার, বিশ্বের সবথেকে শক্তিশালী টিমের মধ্যে অন্যতম ভারত যারা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় গিয়ে হারানোর মত ক্ষমতা রাখে, তার সত্ত্বেও কোন আইসিসি টুর্নামেন্ট এ সফল হতে পারছেন না বিরাট কোহলি। সৌরভ গাঙ্গুলী এবং বিরাট কোহলির ক্যাপ্টেন্সি মধ্যে পার্থক্য তুলে ধরেছেন মোহাম্মদ কাইফ। যুবরাজ থেকে শুরু করে মোহাম্মদ কাইফ বীরেন্দ্র শেবাগ এর সাফল্যের পিছনে সৌরভ গাঙ্গুলীর একটা বিশাল অবদান রয়েছে সেটা আজও তারা বারবার বলেন।

Dada-used-to-say-go-ahead-I-am-here-big-but-not-like-that-Mohammad-Kaif

আর এবার মোহাম্মদ কাইফ বললেন, সৌরভ গাঙ্গুলি সব সময় আমাদেরকে বলতেন যে আমি তোমাদের সাথে আছি, তোমাদের পেছনে আছি তোমরা নিজেদের মতো করে এগিয়ে চলো। ফেল করলেও চার-পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাবে, কিন্তু তার পরেও আমি কিন্তু তোমাদের সাথেই রয়েছি। কিন্তু বিরাট কোহলি এরকমটা করছেন না প্লেয়ারদের সাথে। মোহাম্মদ কাইফ বলছেন সৌরভ গাঙ্গুলী প্লেয়ারদেরকে যেভাবে সাপোর্ট করতেন প্রত্যেকটি সফল ক্যাপ্টেনের সেটাই করা উচিত কিন্তু বিরাট কোহলি সেই পথে যাচ্ছেন না। এমনকি বেশকিছু প্রাক্তন প্লেয়ার এরকমটাও দাবি করছেন যে টিমের অনেক প্লেয়ার এটাও জানেন না যে তারা টিমে পার্মানেন্ট নাকি যে কোন মুহূর্তে বাদ পড়ে যেতে পারেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এ যে জঘন্য পারফরম্যান্স ভারতীয় টিম করেছে তারপর থেকেই সারা দেশবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিকে বিশেষত টিম সিলেকশন এর জন্য। ইংল্যান্ডের ভালরকম বোলিং পরিস্থিতিতে দুটি স্পিনারকে খেলানোর জন্য ক্রিটিসাইজ হতে হয়েছে ভারতীয় ক্যাপ্টেন কে।

তবে ক্যাপটেনশিপ দিক দিয়ে এবং নিজের প্লেয়ারদের সাপোর্ট করার দিক দিয়ে কোথাও না কোথাও এখনো সৌরভ গাঙ্গুলীর থেকে অনেকটা পিছনে রয়েছেন বিরাট কোহলি এমনটাই মনে করছেন মোহাম্মদ কাইফ। সৌরভ গাঙ্গুলীকে ভারতের সবথেকে সেরা ক্যাপ্টেন বলেই মনে করেন মোহাম্মদ কাইফ।


Dada-used-to-say-go-ahead-I-am-here-big-but-not-like-that-Mohammad-Kaif


Post a Comment

Previous Post Next Post