ঈশিতা সাহা : কোটি টাকা প্রকল্পের বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের তরফ থেকে। কিন্তু দশ মাস পেরিয়ে কোন সাড়াশব্দ নেই সরকার তরফ থেকে।
কুচবিহার জেলা দিনহাটা মহকুমা-১ ব্লকের অন্তর্গত পেটলা গ্রাম
পঞ্চায়েতের জমাদারবস তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চল। গত বছরের সেপ্টেম্বর মাসে সেখানে
প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছিল যে, তপশিলি উপজাতি অধ্যুষিত ওই গ্রামে পাঁচ'কোটি টাকা
ব্যয়ে একই পাইলট প্রজেক্ট তৈরি করা হবে। কিন্তু ঘোষণার প্রায় দশ মাস যেতে যায়, প্রকল্প
বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেই সরকারের তরফ থেকে।
কোচবিহার জেলা পরিষদের আইএসজিপি- এর আওতায় গৃহীত এই প্রজেক্টটি
মূলত গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব মেটাতে ঠিক করা হয়েছিল।
গ্রামের প্রায় দশ বিঘা সরকারি জমিতে এই প্রকল্প গড়ে তোলার কথাও বলা হয়। কিন্তু এখন
এলাকাবাসী পুরোই হতাশার মুখে।
প্রশাসনের পক্ষে বলা হয়েছিল, পঞ্চদশ অর্থ কমিশনের তাকায় ওই
এলাকায় প্রায় দশ বিঘা সরকারি জমিতে প্রকল্পটি তৈরি করা হবে। প্রকল্পের জন্য ৫ কোটি
৩৮ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। পাশাপাশি এও আশ্বাস দেওয়া হয়, প্রকল্পের বাস্তবায়ন
হলে সেই এলাকার ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে লাভ হবে। প্রায় ২৮ লক্ষ
২৩ হাজার টাকা আয়ের পথও দেখিয়েছিলেন প্রশাসন।
বিষয়টিকে কেন্দ্র করে, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণকান্ত
বর্মন জানান, করোনা পরিস্থিতি পাশাপাশি বিধানসভা নির্বাচন এর ফলে এ প্রকল্পের কাজ একেবারেই
বন্ধ হয়ে গেছে। তবে সরকারের তরফ থেকে চেষ্টা চলছে প্রকল্পের বাস্তবায়নের।
এলাকার বাসিন্দা রঞ্জিত হেমব্রম বলেন, 'জেলা থেকে অফিসাররা এলাকায় এসে জমি চিহ্নিত করেন। প্রকল্পটির রূপায়িত হলে আমরা কাজ পাব, আমাদের উপার্জন বাড়বে বলে মনে করেছিলাম। আমাদের স্বপ্ন ভঙ্গ হলো'।