ঈশিতা সাহা : বিগত দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দেশে করোনার সংক্রমণ বেড়ে দাঁড়ালো ২৬ শতাংশ। নতুন করে আক্রান্ত সংখ্যা ৪৩ হাজার ৭৩৩ জন। দক্ষিণ ভারতের কেরলে রোগীর সংখ্যা সবচেয়ে অধিক। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কেরল রাজ্যে ১৪ হাজার ৩৭৩ জন এর শরীরে এই ভাইরাস টি দেখা যায়। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়ায় ৯৩০ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪১৮ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু সংখা ৪ লক্ষ্য ৪ হজার ২১১ জন।
বিগত দিনগুলিতে পরিসংখ্যান কিছুটা হ্রাস পেলে স্বাস্থ্য দপ্তর স্বস্তির শ্বাস ফেললেও একদিনে ফের সংক্রমণ সংখ্যা বেড়ে ৯ হাজার জনের বেশী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ্য ৯৯ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.১৮ শতাংশ।
দেশে জোরকদমে টিকাকরণের কাজ চললেও নজর রেখে সাবধানতা অবলম্বন করতে হবে। বিধি নিষেধ সঠিক ভাবে মানলেই ঠেকানো যাবে এই মারণ ভাইরাস। তবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রাজ্যে নতুন উত্তেজনা ফেলছে, ভ্যাকসিনের কার্য ক্ষমতা থেকে প্রায় আট গুণ বেশি শক্তিশালী এই ডেল্টা ভারিয়েন্ট এমনটাই দাবি করেছে দিল্লির এক গবেষণাগার।