স্কুলপড়ুয়াদের উপহার হিসেবে দেওয়া হবে কনডম

 

Condoms-will-be-given-as-gifts-to-school-children

রিয়া গিরি : ঠিক এমনই এক অভিনব নীতি চালু হলো আমেরিকায় এই নীতি অনুযায়ী ১০ বছর হলেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে কনডম

আমেরিকার শিকাগোর স্কুল পড়ুয়ারা পঞ্চম শ্রেণীতে উঠলেই তাদের দেওয়া হবে কনডম, ঠিক এমনই নীতি চালু হলো সিপিএস বোর্ড অফ এডুকেশন নানা বিতর্কে মধ্য দিয়ে গেলে শেষ পর্যন্ত কি এই নীতি পাশ  হলো আমেরিকায়

পঞ্চম শ্রেণী আছে এমন স্কুলগুলিতে, বাধ্যতামূলক ভাবে রাখতে হবে কনডম যৌনশিক্ষার অংশহিসেবে বাধ্যতামূলক করা হল এই নীতিপড়ুয়ারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হোক এবং বাকিদেরও সচেতন করে তুলুক, তার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব ভাবে নিয়ে, যৌন শিক্ষার ওপর জোর দিতে চলেছে সিপিএস বোর্ড অফ এডুকেশন

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই কিন্তু একাংশদের মধ্যে আক্ষেপ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে,যৌন শিক্ষার বিষয়ে সচেতন করে তুললে তারাও নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা অবলম্বন করবেন যদিও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের কনডম দেওয়া নীতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে

Post a Comment

Previous Post Next Post