ঈশিতা সাহা : ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ১০ হাজার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইয়াসের ক্ষতিগ্রস্থদের ৩৬৪ কোটি ৩০ লক্ষ টাকার সাহায্য করেছে রাজ্য সরকার। এদিন তিনি ভার্চুয়াল দীঘার ক্ষতিগ্রস্থ ১১৪ টি দোকান মেরামত এবং খাবারের ভ্যান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দীঘার ছোট ব্যবসায়ীদের জন্য ভ্যান বিলি করা হয়। এর ফলে ছোট ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন। এ ধরনের ছোট ভ্যান কলকাতাতেও চালু করা যাবে কিনা তা নিয়ে কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদকে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এদিন বলেন, 'ইয়াশ এর পরই দুয়ারে ত্রাণ ক্যাম্পে আমরা ক্ষতিগ্রস্তদের
আবেদন জমা নিয়েছে। সেইমতো আমরা আবেদন পেয়েছি। প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয়েছে।
এরপরই আমরা প্রত্যেকে ব্যাংকের একাউন্টে টাকা বিলি শুরু করেছি। এখনো পর্যন্ত ১৯ লক্ষ
১০ হাজার মানুষকে আমরা ক্ষতিপূরণ দিতে পেরেছি'।
তিনি আরো জানান, ইয়াসের দাপুটে প্রচুর ব্যবসায়ীরা ক্ষতির
মুখ দেখেছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ক্ষতির পরিমাণ আরও বেশি। রাজ্য সরকার থেকে দেওয়া স্টল গুলিতে
জল ঢুকে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছিল। ওই স্টলগুলো মেরামত করে দেয়া হয়েছে ও ভ্যান
বিলির ব্যবস্থা করা হয়েছে যাতে পুজোর আগে ব্যবসায়ীরা ফের কাজ শুরু করতে পারে।
একই সাথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের কথা জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষতির পরিমাণ কুড়ি হাজার কোটি টাকার জানানো হয়েছিল। কিন্তু সে দিক থেকে কোন টাকা আসেনি। শুধু রাজ্য সরকারের প্রাপ্য টাকা থেকে ৩০০ কোটি টাকা অগ্রিম হিসেবে দিয়েছে। ক্ষোভ প্রকাশের মুখ্যমন্ত্রী বলেন, 'কী করবো, আমাদের রাজ্যের ক্ষতি হয়েছে। ওরা সাহায্য না করলে তো কিছু করার নেই'।