সুদীপ গুহ: শহরে ইতিহাস গড়লো পেট্রোলের দাম। জেলার পর এবার পেট্রোলের দামে সেঞ্চুরি হাঁকালো কলকাতা।
সপ্তাহের গোড়াতেই জেলাতে সেঞ্চুরি হাঁকিয়েছিল পেট্রোল। এবারে সেই পথ ধরেই গতকাল মধ্যরাতে কলকাতায় পেট্রোলের দাম 100 পার হলো । মঙ্গলবার মধ্যরাতের দাম অনুসারে কলকাতায় বর্তমানে পেট্রোলের দাম 100 টাকা 23 পয়সা।
এর আগে পেট্রোলের দাম ছিল 99 টাকা 84 পয়সা। গতকাল 39 পয়সা দাম বাড়ায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় 100 টাকা 23 পয়সা। পেট্রোল এর পাশাপাশি দাম বেড়েছে ডিজেলেরও। গতরাতে ডিজেলের দাম 23 পয়সা বাড়াই বর্তমানে ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো 92 টাকা 50 পয়সা । পেট্রোলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা।।