অম্লিতা দাস : করোনা পরিস্থিতির সাময়িক উন্নতির সময়টুকুতে শুরু হবে উপনির্বাচন। তোড়জোড় রাজ্য ও বিধান সভায়। নির্বাচন কমিশন জানান, রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর শূন্য আসনে ভোট হবে ৯ই আগস্ট। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরে বকেয়া বাকি থাকা ৭টি বিধানসভার আসনে ইভিএম যাচাই করার নির্দেশও দিয়েছেন।
উপনির্বাচন এবার শুরু করা হলে ৬মাসের নিয়মানুযায়ী নভেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা। বিধানসভার নির্বাচনে খালি আছে দুইটি আসন। প্রথমত, দীনেশ ত্রিবেদীর ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় দ্বিতীয়ত, বিধানসভা ভোটে প্রার্থী হয়ে জয়ের পরে রাজ্যসভার আসন ছেড়ে দেওয়া তৃণমূলের আরেক সাংসদ মানস ভূঁইয়া। তৃণমূলের অভিযোগ এই অবস্থার মধ্যে নির্বাচন একইসাথে দুটি আসনে করে নেওয়াই সুবিধাজনক সেখানে একটি আসনের জন্য নির্বাচনী নির্ঘণ্ট কেন ঘোষণা হল? প্রত্যুত্তরে নির্বাচন কমিশন জানিয়েছেন, দীনেশ ত্রিবেদী তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন ১২ই ফেব্রুয়ারি সেই অনুযায়ী ৬মাসের মধ্যে নির্বাচন সেরে ফেলতে হবে ওই আসনে। অন্যদিকে মানস ভূঁইয়া ইস্তফা নিয়েছেন গত ৬ই মে তার ক্ষেত্রে এখনো নভেম্বর পর্যন্ত সময় থাকায় আপাতত একটি আসনেরই ভোটের কথা জানানো হয়েছে।
নিয়ম মেনে ভোট চললে নভেম্বরের মধ্যেই শেষ হবে উপনির্বাচন। প্রতিটি ভোটের এক মাস আগে ভোট ঘোষণাও হবে। এরই মধ্যে ইভিএমের যাচাই শুরু করা হলে মাঝে দুই মাস অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবরে ব্যবধান তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের
এক ব্যক্তি জানান, "যে কেন্দ্রগুলিতে ভোট বাকি রয়েছে, সেই এলাকাগুলিতে কয়েক দিনের মধ্যেই ইভিএম-এর এফএলসি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট ঘোষণা কবে হবে, তা এখনই বলার সময় আসেনি। তবে প্রস্তুতি রাখা হচ্ছে।" রাজ্যের সাতটি কেন্দ্রে তাড়াতাড়ি উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার দিল্লি কমিশনে জানিয়েছিলেন তৃণমূল। ইতিমধ্যে তার পরের দিনই ইভিএম যাচাইয়ের নির্দেশ আসে জেলা শাসকদের কাছে। ভোটের মেশিনগুলি ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে ভোট প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানিয়েছেন কমিশন।