তোলপাড় নেট দুনিয়ায়! আগস্ট মাস জুড়ে সম্পূর্ণ লকডাউন?

Brawl-in-the-net-world-Complete-lockdown-throughout-the-month-of-August

সায়ন ঘোষ : ইতিমধ্যেই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা অবলম্বন করেছে কেন্দ্র ও সবকটি রাজ্য সরকার। আর এইসব ব্যবস্থাগুলো নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন ধরণের দাবি সোশ্যাল মিডিয়ায়। সেটাও ভাইরাল হচ্ছে একের পর এক।

ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ছুটিবে পণ্যবাহী ট্রেন

সাথেই ভাইরাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি পুরোনো লকডাউন সংক্রান্ত ভিডিও। ফেসবুকে ফাড়াবাড়ি টাইমস (Farabari Times) নামের একটি  পেজে মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হওয়ার দিনগুলোর তালিকা। ভিডিও তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, আগামী আগস্ট মাসে ন'দিন সম্পূর্ণ লকডাউন হওয়ার কথা।

পর্ণ দেখলেই জরিমানা ৩ হাজার টাকা, পুলিশের দ্বারস্থ হয়েছেন অনেকেই

 আফয়া অর্থা ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম বুরোর অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। নবান্ন সূত্রে, রাজ্য সরকার মে মাসে সরকার গঠনের পর বিভিন্ন সময়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলেও সম্পূর্ণ লকডাউনের কথা এখনও পর্যন্ত ঘোষণা করেননি। এছাড়া এই বিষয়ে কোনও সংবাদমাধ্যমেই এমন কোনও খবর প্রকাশিত হয়নি।

১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যে বহাল করোনা বিধি, এবারও বন্ধ লোকাল ট্রেন

 প্রসঙ্গত, ২৯শে জুলাই রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ১৫ই অগাস্ট অবধি লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৫ই অগাস্ট অবধি রাত্রি ৯টা থেকে ভোর পাঁচটা অবধি নাইট কারফিউ জারি থাকবে। জরুরি পরিষেবা গুলোকে যদিও এই নাইট কারফিউর আওতায় রাখা হয়নি।

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার অতিরিক্ত জেলার 'জজ', দেখুন ভিডিও

 তাহলে ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের এই ভিডিওটির কোথা থেকে এলো? আসলে ভিডিওটি ২০২০ সালের ২৮ শে জুলায়ের। করোনা নিয়ন্ত্রণে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিল ২০২০ এর আগস্ট মাসে কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে। সেই ভিডিও'ই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। অর্থা, বলা যেতেই পারে উক্ত ভিডিওটি বিভ্রান্তিকর।

দেখুন সেই পুরানো বিতর্কিত ভিডিও...


Brawl-in-the-net-world-Complete-lockdown-throughout-the-month-of-August


Post a Comment

Previous Post Next Post