সুদীপ গুহ : মাল গাড়িতে চাপা পড়ে এক 5 বছরের বালিকার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বেসব্রিজ স্টেশন । গতকাল সন্ধ্যায় বেসব্রিজ স্টেশনের আপলাইনে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচ দিয়ে পারাপারের সময় হঠাৎই মালগাড়িটি চলতে শুরু করলে ঘটনাস্থলে ওই বালিকাটি মৃত্যু হয়। বালিকার মৃত্যুকে কেন্দ্র করে আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা ব্যাপক ভাঙচুর চালায় স্টেশনের চত্বরে, ভাঙচুর চালানো হয় টিকিট কাউন্টারেও এবং স্টেশনের বাইরের রেলিংও ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে আসে রেল পুলিশ কর্মী ও নিকটবর্তী তারাতলা থানার পুলিশ। পুলিশ আসার পর ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও পরবর্তীতে তারা এই মৃত্যুকে কেন্দ্র করে তারাতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে।