শোকজ বনগাঁর বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলকে

BJP-general-secretary-Devdas-Mandal-of-Bangaon-was-mourned

সায়ন ঘোষ : বিজেপির দলীয় বৈঠকে অনুপস্থিতি এবং দলীয় শৃঙ্খলা না মেনে চলার অভিযোগে শোকজ করা হল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মন্ডলকে তাঁকে দিনের মধ্যে উক্ত বিষয়ে কারণ জানাতে বলা হয়েছে এদিন সোমবার বিজেপি জেলা সভাপতির তরফ থেকে শোকজের চিঠি আসে দেবদাস মণ্ডলের কাছে

তাতে লেখা আছে, দলীয় নির্দেশ অমান্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে আমন্ত্রণ পাওয়া সত্বেও গত ১২ মে, ০৭ জুন, ১৪ জুন, ২৮ শে জুন, জুলায় জেলা বৈঠকে হাজির হননি, এমন কি অনুপস্থিতির সঠিক কারণও জানায়নি দেবদাস মণ্ডল

দেড় লক্ষ কোভ্যাক্সিন এল কলকাতায়, কেন্দ্র থেকে রাজ্যে পাড়ি প্রতিষেধকের

এছাড়াও সর্বভারতীয় সভাপতি রাজ্য সভাপতিলে অবমাননার অভিযোগ তাঁর বিরুদ্ধে তাছাড়া একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে চিঠিতে দিনের মধ্যে সঠিক কারণ জানাতে বলা হয়েছে আর তা না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মন্ডলকে

এই বিষয়ে যদিও জেলা সভাপতি মনস্পতি দেব এবং বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মন্ডল দলীয় অভ্যন্তরীণ বিষয়ে মুখ খুলতে চাননি বনগাঁ উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি শোভন বৈদ্য জানান, এটা দলের কোন গোষ্ঠী কোন্দল নয়, দলের বৈঠকে উপস্থিত না হলে শৃঙ্খলা প্রশ্নে শোকজ করা যেতেই পারে দলের পক্ষ থেকে

ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে পৃথ্বী-সূর্যকুমার, স্ট্যান্ড-বাই থেকে মূল স্কোয়াডে বাংলার অভিমন্যু

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বিজেপি শোকজ নিয়ে জানিয়েছেন, বিজেপি শোকজ নিয়ে আমাদের কিছু বলার নেই আগামীতে বিজেপিতে কেউ থাকবে না

BJP-general-secretary-Devdas-Mandal-of-Bangaon-was-mourned


Post a Comment

Previous Post Next Post