সালিশি সভায় বিয়ের নিধান; রাগে অভিমানে আত্মঘাতি প্রেমিক

Arbitration-of-marriage-suicidal-boyfriend-in-anger-and-pride

সার্বভৌম সমাচার : সালিশিতে বিয়ের নিধান। শুধু তাই নয় জোরপূর্বক প্রেমিক প্রেমিকাকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল সালিশির সভার মাতব্বরদের বিরুদ্ধে। আর তাতেই ঘটল বিপত্তি। নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। ঘটনাটি মালদার মানিকচক গ্রামপঞ্চায়েতের মনকুট বাঁধ এলাকায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০ বছরের যুবক মানিক মন্ডল গ্রামের এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর সাথে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে ছিলেন।গতকাল গ্রামের এক বাগানে অন্তরঙ্গ অবস্থায় গ্রামের একদল মাতব্বর তাদের দেখে ফেলে। এরপর গ্রামের মাতব্বরা এই যুগলদের নিয়ে সালিশিতে বসেন। জোরপূর্বক স্থানীয় এক মন্দিরে তাদের বিয়েও দিয়ে দেন এবং মানিক মন্ডলের বাড়িতে এই যুগলদের তুলে দিয়ে আসে। এরপর মানিক মন্ডলের মা এমন ঘটনার আপত্তি জানান। কিন্তু কোন কথার কর্ণপাত করেননি গ্রামের মাতব্বরেরা।

মানিক মন্ডলের মা শ্যামলী মন্ডলের বক্তব্য ছিল মানিকের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে। এই সম্পর্কে তাদের আপত্তি রয়েছে। তা সত্বেও পরিবারকে এই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয়। তা নিয়ে মানিকের সাথে বচসাও হয়। জানা গিয়েছে, আজ সকালেও মায়ের সাথে মানিকের কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে আত্মঘাতী  হন প্রেমিক মানিক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

জানা গেছে মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আশিষ মন্ডলের নেতৃত্বে এই সালিশি সভা করা হয়। পুলিশ মৃত মানিক মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করে নি পুলিশ। এলাকায় চাঞ্চল্য।

Post a Comment

Previous Post Next Post