ঈশিতা সাহা : আলিপুরদুয়ারবাসীর প্রানকেন্দ্র প্যারেড গ্রাউন্ড। ছেলেমেয়েদের আড্ডা থেকে বয়স্কদের জন্য বিশ্রামাগার সবেরই ব্যবস্থা আছে এখানে। গ্রাউন্ডে দু'ধারে কমিউনিটি টয়লেট ও ট্যাপকল-এর ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু এখন সবকিছুই শোচনীয় অবস্থায়। প্যারেড গ্রাউন্ডে চারপাশে পেভার্স ব্লকের রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন জায়গায় গর্ত ও ভাঙন শুরু হয়েছে। মাঠের চারধারে রাস্তায় জন্মেছে আগাছা। আবার আশেপাশের আবর্জনা মাঠের মধ্যে ফেলা হচ্ছে, পাশাপাশি মাঠের বিভিন্ন স্থানে গর্ত থাকার জন্য জল জমে আবর্জনা উপচে পড়ে ফলে বিষয়টি ঘিরে শহরবাসীর মধ্যে ক্ষুব্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠের চারপাশে সকাল-সন্ধ্যায় প্রচুর
মানুষ হাঁটতে আসেন। রাস্তাগুলি আগাছায় ভরে যাওয়ায় অনেক সমস্যা দেখা দিয়েছে। আরেকজন
বলেন, গ্রাউন্ডের দুপাশে কমিউনিটি টয়লেট ও তাতে নলের মাধ্যমে জলের সুব্যবস্থা রয়েছে।
কিন্তু নিয়মিত পরিষ্কার না করায় শৌচাগার গুলি এখন আর ব্যবহারের যোগ্য নয়। শৌচাগারের পাশেই যে দুটি নলকূপ বসানো হয়েছিল সেটার
চুরি হয়ে গেছে। পুরসভার পক্ষ থেকে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি।
ওই ওয়ার্ডের বাসিন্দারা
বলেন, প্রায় দেড় বছর আগে প্রবল ঝড়ে মাঠের পূর্বদিকের গাছগুলি ভেঙে দেওয়ালের
ওপারে পড়ে আছে। গাছের ভারে দেয়ালে ফাটল ধরেছিল। কিন্তু দেড় বছরেও সেই দেওয়ালের
মেরামত করা হয়নি এমনকি গাছগুলোও সরানো হয়নি।
পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান মিহির দত্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।