ছবি : অনুপম দণ্ডপাঠ
রিয়া গিরি : গত বছরের ন্যায় এ বছরও করোনা পরিস্থিতিতে বিধি মেনেই খুঁটিপুজোর কাজ সম্পন্ন করল , হলদিয়ার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ। ৩৩ বছরের দৌড় পূরণ করতে জাঁকজমক করে খুঁটি পুজোর উৎসব পালন করল ক্ষুদিরাম স্মৃতি সংঘ।
প্রতিবছরই এই সংঘের থিমে থাকে নয়া চমক। গতবছর করোনা মহামারীর কারণে ,সর্তকতা অবলম্বন করে দূর্গোপূজো পালন করেছিলেন সমিতির সদস্যরা। তাই এ বছরও রথযাত্রার দিনে খুঁটি পুজো মাধ্যমে দুর্গ পুজোর ঢাকের কাঠি দিলেন তারা। এই সংঘের বিশিষ্ট ব্যক্তি সুদীপ্ত ভক্তা ও সুব্রত ঘোষ অনেক বছর ধরেই এই সমিতির সঙ্গে যুক্ত। পাশে থেকেছেন মানুষের নানা পরিস্থিতিতে। আজ তাদের উদ্যোগেই আয়োজিত হল খুঁটি পূজোর উৎসব।
হলদিয়ার জনপ্রিয় দুর্গাপুজো গুলির মধ্যে এই সংঘের নাম যুক্ত। এক কথায় বলা যেতে পারে , এই সংঘের প্রতিমা দর্শন না করে পুজো পরিপূর্ণ হয়না। প্রতিবছরই থাকে প্যান্ডেলের বাইরে শত শত দর্শনার্থীদের লাইন। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে তা সামাল দিতে, স্বাস্থ্যবিধি মেনেই পুজো আয়োজন করেছেন বাসুদেবপুর ক্ষুদিরাম সংঘের সদস্যরা।
Tags:
জেলার খবর