ঈশিতা সাহা : অলিম্পিক স্টেডিয়ামে এই রকম ঘটনা ঠিক দাঁত কামড়ানোর মতনই। কারণ করোণা যেখানে আশঙ্কার মূল কারণ সেখানে উঠে আসে ধর্ষণের মতো ঘটনা। মৃত্যু মিছিলে দিশেহারা পুরোদেশ সেখানে ধর্ষণকাণ্ডে নাম জোরালো টোকিও অলিম্পিকের।
জাপান টাইমস এর খবর অনুযায়ী, গত শুক্রবার জাপানের টোকিও অলিম্পিকে
স্টেডিয়ামে একটি জাপানি তরুণীকে ধর্ষণ করা হয়। ওই তরুণীর অভিযোগেই পুলিশ ধৃত ব্যক্তি
দাভরণবেক রাখমেতুউলেভকে গ্রেফতার করে। ৩০ বছর বয়সী ধৃত ব্যক্তি উজবেকিস্তানের এক নাগরিক
বলে জানা যায়।
টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি খতিয়ে দেখেন।
মূলত টোকিও অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের মধ্যে মহিলাকে ধর্ষণ
করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই স্টেডিয়ামে শোরগোল পড়ে যায়। যদিও এই সম্পূর্ণ বিষয়টি
অস্বীকার করে উজবেকিস্তানের রাখমেতুউলভ।
জানা গেছে, উজবেকিস্তানের ওই ব্যক্তি জাপানের একটি বিশ্ববিদ্যালয়
থেকে পড়াশোনা করেন। ধৃত ব্যক্তি ও জাপানি মহিলা দুজনেই টোকিও গেমসের পার্টটাইম ওয়ার্কার।
ঘটনাটির পর পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ওই ব্যক্তিকে।
তবে স্টেডিয়ামের মত এরকম জনবহুল স্থানে পাশাপাশি সিকিউরিটি গার্ডের উপস্থিতে এরকম ঘটনা ঘটে গেছে সেক্ষেত্রে নজরদারি আরও বেশি করা হওয়া উচিত।