সার্বভৌম সমাচার : সদ্য বিজেপি ত্যাগী নেতার দোকানের কর্মচারির কাছ থেকে চাবি কেড়ে নেওয়া ও কর্মীকে প্রাণে মারার হুমকির অভিযোগ তুললেন সয়ং নেতার স্ত্রী। ঘটনাটি উত্তর ২৪ পরগণার গাইঘাটার। সদ্য বিজেপি ত্যাগ করেছেন গাইঘাটার ধ্যানেশ নারায়ণ গুহ।
উল্লেখ্য তারই দোকানের কর্মচারী দোকান বন্ধ করে রাস্তায় বের হতেই তার হাত থেকে দোকানের চাবি কেড়ে নিয়ে তাকে দোকানে কাজ করতে বারণ করে। এমনকি তাকে কয়েকদিন আগে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ধ্যানেশ গুহর স্ত্রী কণা গুহ।
টানা ১০ বল মানে ১০ উইকেট ও তিন হ্যাটট্রিকের সুযোগ
এদিন কণা গুহ বলেন, শনিবার বেলা আড়াইটে নাগাদ দোকানের কর্মচারী সুমন সরকার দোকানের কাজ সেরে রাস্তায় বের হলে তার হাত থেকে সুরাজ বাইন এবং তার সঙ্গীরা দোকানের চাবি কেড়ে নেয়। এমনকি তাকে দোকানে কাজ করতেও বারণ করে। এমনকি সুরজ ও তার দলবল সুমনকে তার বাড়িতে গিয়েও খুনের হুমকি দিয়েছিল।
আইসিএসসি ও আইএসসির ফলপ্রকাশ, পাশের হার যথাক্রমে ৯৯.৯৮ শতাংশ ও ৯৯.৭৬ শতাংশ
এই
বিষয়ে কণা গুহ গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস ব্যক্তিগত প্রতিহিংসার থেকেই এই সব করাচ্ছেন। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। যদিও নরোত্তম বিশ্বাস জানান, এই ঘটনার তিনি কিছুই জানেন না। তার নাম বিনা কারণে বারবার করে জড়ানো হচ্ছে। দলের উচ্চ নেতৃত্তের কাছে গুরুত্ব পেতে চাইছে এসব করে।