সার্বভৌম সমাচার : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কে ঘিরে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বাড়ির সামনে বোম মারার অভিযোগ তুলল সয়ং সভাপতি। সোমবার দুপুরে বাড়ির সামনে পরে থাকতে দেখে দুটি সন্দেহজনক কৌট। পরে বাগদা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই সন্দেহভাজন কৌট দুটি। গোপা রায়ের দাবি, গতকাল রাতে একটি বোমার আওয়াজ পান তিনি পরে বাগদা থানার পুলিশকে বিষয়টি জানান। সোমবার সকালে গোপা রায়ের বাড়ির কাজের মহিলা বাড়ির গেটের সামনে দুটি কৌট পরে থাকতে দেখে। সেই সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে কৌট দুটি।
এই বিষয়ে বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ ঘোষ বলেন, নির্বাচনী ফল ঘোষণার পর থেকে তৃণমূলের কয়েকজন এমন পরিবেশ তৈরি করেছে । ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে লিখিতভাবে জানানো হয়েছে ।
বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য অমৃত লাল বিশ্বাস বলেন, তৃণমূলের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। রাজ্যের সর্বত্র যেমন চলছে বাগদাতে তেমনই হয়েছে। উপযুক্ত তদন্ত হওয়া উচিত ।