বিশ্বরেকর্ডের পর এবার অলিম্পিক রেকর্ড ম্যাককিউয়েনের

After-the-world-record-this-time-the-Olympic-record-belongs-to-McQueen

শ্রমণ দে : টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে মঙ্গলবার ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ম্যাককিউয়েন।

২০ বছর বয়সী এই সাঁতারু গত মাসেই অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ান সুইমিং ট্রায়ালসে ৫৭ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে গড়েন এই ইভেন্টের বিশ্বরেকর্ড। এবার একটুর জন্য ছুঁতে পারলেন না নিজের সেই কীর্তি। তবে অলিম্পিক সোনার তৃপ্তি পেলেন।

ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে পৃথ্বী-সূর্যকুমার, স্ট্যান্ড-বাই থেকে মূল স্কোয়াডে বাংলার অভিমন্যু

৫৭ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে রুপা পান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কানাডার কাইলি মাস। এই ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ ৫৮ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।


After-the-world-record-this-time-the-Olympic-record-belongs-to-McQueen


After-the-world-record-this-time-the-Olympic-record-belongs-to-McQueen

Post a Comment

Previous Post Next Post