রিয়া গিরি : বলিউডের অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার মামলায়, প্রায় আট বছর কেটে গেছে। তবুও আদালতে শুনানি হয়নি। ২০২০ তে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর , জিয়া খানের আত্মহত্যা মামলা আবার উঠে আসে সকলের চোখে। ঠিক কি কারণে জিয়া খানের মৃত্যু হয়েছিল তা এখন ও পর্যন্ত প্রমাণিত হয়নি।এবার সেই মামলার শুনানি শুরু হবে জানালো আদালত।
Sarbabhauma_Samachar_issue-19_Dated_29_27_2021
গজনী ছবির পার্শ্ব অভিনেত্রী হিসেবে জিয়া খান নিজের বলিউড ক্যারিয়ার শুরু করার কিছুদিনের মধ্যেই , কেন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জিয়ার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তার প্রেমিক সুরজ পাঞ্চোলি।
তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগ করা হয়েছিল জিয়ার পরিবারের তরফ থেকে। বলিউডের বিখ্যাত নাম আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ বলিউডে সকলের প্রিয় অভিনেতা হয়ে উঠতে না পারলেও, জিয়া খানের মামলাতে বহুবার নাম উঠে এসেছে তার।
কলকাতা মেট্রোয় ভিড় কমাতে নয়া প্রযুক্তি
সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি হতে পারে। সূত্রের খবর,সেশন কোর্ট থেকে এই মামলা সিবিআইয়ের বিশেষ আদালতে স্থানান্তরিত করা হয়েছে। বলিউডের অভিনেত্রী জিয়া খান
আজ থেকে প্রায় নয় বছর আগে নিজের মুম্বাইয়ের জুহু বাড়িতে আত্মঘাতী হন।
২০১৩ সালের ৩ জুন জিয়ার আত্মঘাতীর পর বোম্বে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সাল থেকে ওই মামলার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারই শুনানি হতে চলেছে খুব শীঘ্রই।