দাদুর টানে কাঁটাতার পেরিয়ে ভারতের মাটিতে কিশোর

Adolescents-on-Indian-soil-crossed-the-barbed-wire-pulled-by-grandfather

রিয়া গিরি : ভারত-বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর নিজের আত্মীয় পরিজনদের হারিয়েছে অনেকেই। কাঁটাতার দিয়ে কেউই ভাগ করতে পারেনি মানুষের আবেগকে। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটল বাংলাদেশ ও ভারত সীমান্তে। বাংলাদেশের এক কিশোর ভারতে দাদুর সঙ্গে দেখা করতে এসে ধরা পড়ে বিএসএফের হাতে।

দাদু নাতির সম্পর্ককে কাঁটাতার ভাগ করে দিতে পারেনি। মূলত আবেগের টানেই কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে মুর্শিদাবাদের বাজিতপুরে দাদুর সঙ্গে দেখা করতে আসে ওই কিশোর। প্রথমে আসতে সক্ষম হলেও ফেরার পথে, ভারতীয় বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় সে।

মডেলিংয়ের বাহানায় পর্ন সাইটে ভাইরাল মহিলাদের ছবি, ভিডিও

সৌজন্যে নজির গড়ে কিশোরকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ কর্মীরা। বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে চোরাচালান এদেশে হতেই থাকে। তার জেরেই স্বাভাবিকভাবে সজাগ দৃষ্টি রাখেন বিএসএফ কর্তারা। কিন্তু কিশোরের কাঁটাতার টপকে অনুপ্রবেশকে সৌজন্যে চোখে দেখেছে বিএসএফের কর্তারা।

স্থানীয় ও সূত্রের খবর, সোমবার মুর্শিদাবাদের বাজিতপুরের এলাকায় দাদুর সঙ্গে দেখা করতে আসে ওই কিশোর। সেখানে দাদুর সঙ্গে গল্পগুজব করে বাড়ি ফেরার পথে, পিরোজপুর এলাকায় ধরা পড়ে যায় সে। তারপর দীর্ঘ ক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জওয়ানরা।

কমছে রপ্তানি, উদ্বেগ বাড়ছে পাটচাষীদের

এলাকায় খবর জানাজানি হতেই ভারতীয় জওয়ানরা বাহবা দেন স্থানীয় বাসিন্দাদের। বাংলাদেশের নয়ন আলী নামের ওই  কিশোর থাকেন চাপাইন গঞ্জে। কাঁটাতার পেরিয়ে দাদু ইরামন শেখের সঙ্গে দেখা করতে আসে সে। অনুপ্রবেশের পেছনে তার কোনো অসৎ উদ্দেশ্য না থাকায়, সসম্মানে তাকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা।

https://www.sarbabhaumasamachar.in/2021/07/Declining-exports-increasing-concerns-of-jute-farmers.html


Post a Comment

Previous Post Next Post