ঈশিতা সাহা : দেবাঞ্জন রায়ের রেশ না কাটতেই ফের নীল বাতি গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। গাড়িতে সিবিআই স্টিকার বসানো, অভিযুক্ত ব্যক্তির নাম সনাতন রায়চৌধুরী। সিঁথি এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে গড়িয়াহাটের পুলিশ। আলিপুর আদালতের নির্দেশে ১৬ ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে।
পুলিশের অভিযোগ, কলকাতা হাইকোর্টের আইনজীবী; পাশাপাশি নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে পরিচয় দিতেন সনাতন। নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ধৃত ব্যক্তি। সূত্রে জানা যায়, নিজেকে বিশেষ কৌঁসুলি পরিচয় দিয়েই গড়িয়াহাট থানা এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে এই আইনজীবী।
পুলিশ তদন্তে সনাতন রায়চৌধুরীর কাছ থেকে উদ্ধার হয় বিজেপি প্রাথমিক সদস্য পদের আবেদন পত্রের রশিদ। এছাড়া ও পদ্ম চিহ্নযুক্ত পরিচয় পত্র মেলে। পাশাপাশি বিদেশেও নিজের ভুয়ো পরিচয় দেখিয়ে অংশ নিয়েছিলেন জোহানসবারগের ব্রিকস সম্মেলনে। আশ্চর্যজনক ভাবে প্রধানমন্ত্রী নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর সেখানে নিজেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিনিধি হিসেবে দাবি করে কি করে সেখানে যাবার অনুমতি পেল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।