২১ নখ যুক্ত কচ্ছপ যৌতুক চেয়ে শ্রীঘরে বর

A-tortoise-with-21-nails-is-better-than-a-dowry

রিয়া গিরি : যৌতুক হিসেবে ২১ নখের বিরল কচ্ছপ ও কালো  ল্যাব্রাডর পন চাওয়ায়, মামলা দায়ের হলো ভারতের মহারাষ্ট্রের এক পরিবারের ওপর। বেআইনি হলেও, আড়ালে আড়ালে পণ নেওয়া দেওয়া এখনো পর্যন্ত সমাজে থেকে গেছে। কখনো গাড়ি, কখনো বাড়ি কিংবা ,বহুমূল্য উপহার। তবে এবার যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বরপক্ষকে আদালতের দ্বারস্থ করালো মহারাষ্ট্রের অরঙ্গাবাদের এক পরিবার।

নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে

সূত্রের খবর, পেশায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ওই পাত্র বিয়ের পর নিজের ব্যবসা শুরু করবে, আর তার জন্যই পাত্রীপক্ষের বাড়ি থেকে বার বার মোটা টাকাসহ মূল্যবান জিনিস দাবি করতে থাকে তারা।
এর আগেও কনের পরিবার  থেকে ১২ লক্ষ টাকা যৌতুক নেয় পাত্রপক্ষ। কিন্তু পুনরায় কচ্ছপ, ল্যাব্রাডর, বুদ্ধ স্ট্যাচু  ও ল্যাম্পসেট চাওয়ায়  সেনাবাহিনীতে কর্মরত ওই পাত্রসহ পরিবারের ৬ জনের ওপর মামলা দায়ের করল কনের পরিবার। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৩৪ ধারায় বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে পাত্র পক্ষের বিরুদ্ধে।

গাছের নিচে গোটা গ্রাম; বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রামনগর এলাকায় বাগদান পর্ব সম্পন্ন হয় তাদের। তারপর থেকেই মেয়ের পরিবারের ওপর নানাভাবে যৌতুকের বোঝা চাপিয়ে দিতে থাকে বরের পরিবার। পুলিশ ইন্সপেক্টর অবহাড় জানান, যৌতুকের দাবি মেটাতে না পেরে অসহায় হয়ে আমাদের কাছে এসে দ্বারস্থ হয় পাত্রীর বাবা। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

https://www.sarbabhaumasamachar.in/2021/07/Whole-village-under-the-tree-Also-deprived-of-the-Prime-Ministers-Housing-Scheme.html


Post a Comment

Previous Post Next Post