করোনায় প্রাণ হারালো বছর ২৮ এর যুবক

A-26-year-old-man-lost-his-life-in-Corona

রিয়া গিরি : করোনার দ্বিতীয় ঢেউয়ে যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। গত শুক্রবার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছরের  ২৮  এর শান্তনুর।

হলদিয়ার খুদিরাম নগর এলাকার বাসিন্দা শান্তনু প্রামাণিক বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগতে থাকেন। শারীরিক দুর্বলতা বাড়তে থাকলে স্থানীয় বি.সি রায় হাসপাতালে ভর্তি করা হয় যুবককে এবং পরে তমলুক সদর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা  হয়। কিন্তু ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেননি।

যুবকের উদ্দেশ্যে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে  সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়েছে। কেউ হারিয়েছে নিজের ছেলেকে, কেউ স্বামীকে আবার কেউবা হারিয়েছে নিজের ভালো বন্ধুকে তা বলেই শোক প্রকাশ করল সমগ্র গ্রামবাসী। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমেছে সকলের মধ্যে। পরিবারে রয়েছে মা,  ভাই, স্ত্রী ও সন্তান।

পশ্চিমবঙ্গে এখনো চলছে লকডাউন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জারি করা হয়েছে বিধি নিষেধ, কিন্তু করোনার আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে দিন দিন।হলদিয়াতে লকডাউন সম্পূর্ণভাবে না খুলে গেলেও, তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না আমজনতার মধ্যে। ইতিমধ্যেই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা, তাই প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকার এবং সর্তকতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।


A-26-year-old-man-lost-his-life-in-Corona


Post a Comment

Previous Post Next Post